পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Shraddha Murder Case: 'শিক্ষিত' শ্রদ্ধা লিভ-ইন সম্পর্কে থাকাতেই খুন ! মন্ত্রীর মন্তব্যে সমালোচনার ঝড় - শ্রদ্ধা ওয়াকার

শ্রদ্ধা হত্যাকাণ্ড (Shraddha Murder Case) নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক (Controversy) ৷ ঠিক কী বলেছেন কৌশল কিশোর কুমার (Kaushal Kishore Kumar) ?

union minister Kaushal Kishore Kumar comment on Shraddha Murder Case sparks new Controversy
Shraddha Murder Case: শ্রদ্ধা 'শিক্ষিত' হওয়াতেই খুন ! মন্ত্রীর মন্তব্যে সমালোচনার ঝড়

By

Published : Nov 18, 2022, 2:28 PM IST

Updated : Nov 18, 2022, 2:43 PM IST

নয়াদিল্লি, 18 নভেম্বর:শ্রদ্ধা হত্যাকাণ্ডে (Shraddha Murder Case) অসংবেদনশীল মন্তব্য করে বিতর্কে (Controversy) জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর কুমার (Kaushal Kishore Kumar) ৷ এই ঘটনার জন্য নিহত শ্রদ্ধা ওয়াকার (Shraddha Walker) এবং তাঁর 'শিক্ষিত' (Educated) হওয়াকেই দায়ী করেছেন মন্ত্রীমশাই ! তিনি মনে করেন, দিল্লির এই ঘটনায় 'শিক্ষিত' মেয়েদের 'অশিক্ষিত' মেয়েদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত !

বৃহস্পতিবার উত্তরপ্রদেশে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন কৌশল ৷ সেই অনুষ্ঠান শেষেই শ্রদ্ধা হত্য়াকাণ্ড নিয়ে মুখ খোলেন তিনি ৷ বলেন, "এই ধরনের ঘটনার জন্য সেইসব মেয়েরাও দায়ী হয়, যাঁরা তাঁদের বাবা-মাকে ছেড়ে চলে যান ৷ তাঁরা কেন লিভ-ইন সম্পর্কে থাকেন ? আর যদি এমনটা করতেই হয়, তাহলে এই ধরনের সম্পর্ক যথাযথভাবে নথিভুক্ত হওয়া দরকার ৷ যদি আপনাদের বাবা-মা প্রকাশ্য়েই এই ধরনের সম্পর্কে আপত্তি করেন, তাহলে আগে আদালতে গিয়ে আইনত বিয়ে করুন এবং তারপর একসঙ্গে থাকুন ৷"

আরও পড়ুন:শ্রদ্ধার খুনের ঘটনায় প্রেমিক আফতাবের নার্কো টেস্টে অনুমতি আদালতের

মন্ত্রীর মতে, লিভ-ইন সম্পর্ক এমন একটি বিষয়, যা আদতে অপরাধের সম্ভাবনা বাড়ায় ৷ তাঁর কথায়, "এই লিভ-ইন সম্পর্ক আদতে কী ? এর ফলে অপরাধ বাড়ছে ৷ এটি একেবারে ভুল ৷ সকলকেই এর ফল ভুগতে হচ্ছে ৷" এরপরই মন্ত্রীমশাই বলেন, "বেশিরভাগ শিক্ষিত মেয়েরাই লিভ-ইন সম্পর্কে থাকছেন ৷ তাঁদের এই ধরনের ঘটনা এবং অশিক্ষিত মেয়েদের দেখে শেখা উচিত ৷ অভিভাবকরা যাঁদের বড় করে তুলেছেন, তাঁদের এমন কারও সঙ্গেই থাকা উচিত, যাঁকে অভিভাবকরা তাঁদের জন্য নির্বাচন করে দেবেন ৷ এসব বন্ধ হওয়া উচিত ৷ আগেই এসব নিয়ে সরকার মানুষকে সচেতন করার চেষ্টা করেছে ৷ কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়া সময় এসেছে ৷ এই ধরনের ঘটনা আটকাতে পদক্ষেপ করতেই হবে ৷"

কৌশল কিশোরের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন শিব সেনার অন্যতম নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী (Priyanka Chaturvedi) ৷ টুইটারে তিনি লেখেন, "যেকোনও সমস্যার জন্যই মেয়েদের কাঠগড়ায় তোলা আদতে একটি বিশেষ ধরনের মানসিকতা ৷" প্রিয়াঙ্কার কটাক্ষ, "মেয়েরা নিজেদের দোষেই এই দেশে জন্ম নিচ্ছে, তিনি যে এমন কথা বলেননি, তাতেই আমি অবাক হয়েছি ৷ লজ্জাহীন, হৃদয়হীন এবং নিষ্ঠুর ৷ যেকোনও সমস্যার জন্যই মেয়েদের কাঠগড়ায় তোলার মানসিকতা থেকে এমন মন্তব্য ৷"

অন্য একটি টুইটে প্রিয়াঙ্কা লেখেন, "ভারতের প্রধানমন্ত্রী নারী শক্তি নিয়ে যেসমস্ত কথা বলেন, তাতে যদি তাঁর সত্যিই বিশ্বাস থাকে, তাহলে অবিলম্বে এই কেন্দ্রীয় মন্ত্রীকে বরখাস্ত করা উচিত ৷ আমরা, নারীরা সমাজের এমন পুরুষতান্ত্রিক আবর্জনা যথেষ্ট সহ্য করেছি ৷"

Last Updated : Nov 18, 2022, 2:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details