নয়াদিল্লি, 7 এপ্রিল : করোনার ভ্যাকসিনের অভাবের অভিযোগে এবার মহারাষ্ট্র সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ অভিযোগ করলেন, কয়েকটি রাজ্য় সরকার করোনা সংক্রমণ ঠেকাতে ব্যর্থ ৷ আর নিজেদের সেই ব্যর্থতা ঢাকতেই নোংরা প্রচেষ্টা চালাচ্ছে রাজ্যগুলি ৷ আর মানুষের মধ্যে এ নিয়ে ভয়ের সঞ্চার হচ্ছে ৷ বিষয়টিকে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ বলে সমালোচনা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷ মহারাষ্ট্র সরকার দায়িত্ব নিয়ে একক ভাবে করোনার বিরুদ্ধে চলা লড়াইয়ে গোটা দেশের মনোবল ভেঙে দিতে চাইছে বলে অভিযোগ করলেন তিনি ৷
প্রসঙ্গত, মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে আজ সকালে এক বিবৃতিতে জানান, সে রাজ্যে আগামী তিন দিনের মধ্যে করোনার ভ্যাকসিনের স্টক শেষ হয়ে যাবে ৷ তাই কেন্দ্রের কাছে তিনি দ্রুত করোনার ভ্যাকসিন পাঠাতে আর্জি জানান ৷ সেই সঙ্গে তিনি এও আশঙ্কা ব্যক্ত করেন যে, যদি ভ্যাকসিন না আসে তবে, মুম্বইয়ের মতো শহরে একাধিক ভ্যাকসিনেশন সেন্টার বন্ধ করে দিতে হবে এবং ভ্যাকসিন নিতে আসা লোকজনকে ফিরে যেতে হবে ৷ আর এই আশঙ্কা ব্যক্ত করার ভঙ্গিমাকে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ বলে সমালোচনা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷