পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

MPLAD restore : পুনরায় সাংসদ তহবিলে অর্থের জোগান চালু করল কেন্দ্র - Union Cabinet decides to restore MPLAD Scheme after Covid-induced suspension

আপাতত 2025-26 অর্থবর্ষ পর্যন্ত সাংসদ ল্যাডে অর্থের জোগান চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিনের বৈঠকে ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এদিন সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

MPLAD restore
পুনরায় সাংসদ তহবিলে অর্থের জোগান চালু করল কেন্দ্রীয় সরকার

By

Published : Nov 10, 2021, 5:30 PM IST

নয়াদিল্লি, 10 নভেম্বর : করোনা অতিমারির জেরে 2020-21 অর্থবর্ষের শুরুতেই সাংসদ তহবিলে বন্ধ হয়েছিল অর্থের জোগান ৷ 2020 এপ্রিল থেকে বন্ধ থাকার পর পুনরায় সাংসদ তহবিলে অর্থের জোগান চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷

এদিনের বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, চলতি অর্থবর্ষের বাকি সময়টা স্থানীয় এলাকা উন্নয়নের কাজের জন্য ফের টাকা পাবেন সাংসদরা ৷ চলতি অর্থবর্ষের বাকি সময়টা প্রত্যেক সাংসদ তাঁর সাংসদ ল্যাডে 2 কোটি টাকা করে পাবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী ৷

আপাতত 2025-26 অর্থবর্ষ পর্যন্ত সাংসদ ল্যাডে অর্থের জোগান চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিনের বৈঠকে ৷ কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে এদিন সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ চলতি অর্থবর্ষের বাকি সময়টা 2 কোটি টাকা করে পেলেও আগামী অর্থবর্ষ থেকে দু'টি ভাগে 2.5 কোটি টাকা করে অর্থাৎ 5 কোটি টাকা পাবেন সাংসদরা ৷

আরও পড়ুন : রাফাল চুক্তি নিয়ে পাল্টা কংগ্রেসকে একহাত নিল বিজেপি

মহামারি করোনার প্রকোপে 2020 এপ্রিলে সাংসদ ল্যাডে অর্থের জোগান বন্ধ করেছিল কেন্দ্রীয় সরকার ৷ স্বাস্থ্য পরিষেবায় সাংসদ ল্যাডের জন্য বরাদ্দ সমস্ত অর্থ কাজে লাগানোর কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details