দিল্লি,1 ফেব্রুয়ারি : অন্যান্য একাধিক ক্ষেত্রের মতো 2021 সালের বাজেটও এবার ডিজিটাল ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবছর ভারতের তৈরি ট্য়াব থেকে বাজেট পাঠ করলেন ৷ ভারতের বাজেট ইতিহাসে এটাই প্রথমবার যখন পুরো বাজেট সম্পূর্ণভাবে পেপার লেস করা হয়েছে ৷ আজ বাজেট পেশের আগে তাঁর প্রচলিত বইখাতার বদলে ট্যাবের ফাইল হাতে সংসদে প্রবেশ করতে দেখা যায় অর্থমন্ত্রীকে ৷
প্রসঙ্গত, গত দু’বছরে নির্মলা সীতারামন ব্রিফ কেসের বদলে লাল শালুতে মোড়া বইখাতা নিয়ে সংসদে বাজেট পেশের জন্য প্রবেশ করতে দেখা গিয়েছিল ৷ সেই নিয়ে কেন্দ্রের প্রধান আর্থিক পরামর্শদাতা কৃষ্ণামূর্তি সুব্রহ্মণম ব্যাখ্যা দিয়ে জানিয়েছিলেন, কেন্দ্র সরকার ‘ভারতীয় সংস্কৃতি’কে অনুসরণ করছে ৷ তবে, এ বছর সেই ধারাও বদলে ফেলে সম্পূর্ণভাবে কেন্দ্রের ডিজিটাল ইন্ডিয়া ধারণায় গুরুত্ব দেওয়া হয়েছে ৷