দিল্লি, 1 ফেব্রুয়ারি: এবারের বাজেটে সড়ক ও রেলপথের মাধ্যমে পণ্য পরিবহনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ এই খাতে পরিকাঠামো উন্নয়নের পক্ষে সওয়াল করেছেন তিনি৷ ফলে কম খরচে কৃষিজ পণ্য পরিবহনেও সুবিধা হবে৷ উৎপাদকের সঙ্গে দূরত্ব কমবে ত্রেতার৷ তাতে উৎপাদকের পক্ষে অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজার ধরাও সহজ হবে৷
কোরোনার জেরে পরিবহন ব্যবস্থা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ যার প্রভাব গিয়ে পড়ে পণ্য পরিবহনের উপরও ৷ তাই পরিবহন খাতে 18 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ যা কিছুটা হলেও পরিবহন সংক্রান্ত পরিস্থিতির উন্নতি ঘটাবে বলে আশাবাদী অর্থমন্ত্রী৷ সামগ্রিকভাবে 5.54 লাখ কোটির বিনিয়োগ বছরে 26 শতাংশ বৃদ্ধি সূচিত করছে৷ যার জেরে পরিকাঠামো এবং পণ্য পরিবহনে অগ্রগতির পথে অনেকটাই এগিয়ে যাবে দেশ৷