ভাগলপুর, 4 জুন: হুড়মুড়িয়ে বিহারের ভাগলপুরে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। সুলতানগঞ্জ-আগুয়ানীর মধ্যে গঙ্গা নদীর ওপর নির্মিত সেতুর চারটি পিলার গঙ্গায় তলিয়ে গিয়েছে। সামনে এসেছে সেই ভিডিয়ো ৷ এর আগেও সেতুটি ভেঙে পড়েছিল, যার তদন্ত এখনও চলছে। অন্যদিকে, রবিবার সেই সেতু আবার ভেঙে পড়ায় নির্মাণকাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ভিডিয়োতে দেখা গিয়েছে, আচমকাই সেতুর চারটি পিলার তাসের ঘরের মতো নদীতে ভেঙে পড়ছে ৷ সেতুটি প্রায় একশো মিটার নীচে গঙ্গা নদীতে পড়ে। তবে জনসাধারণের জন্য সেতুটি চালু না-হওয়ায় এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সেতু ভেঙে পড়ার খবর পেয়ে কর্মকর্তারা তড়িঘড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেতু নির্মাণকারী স্টেট ব্রিজ কনস্ট্রাকশন কর্পোরেশনের আধিকারিক যোগেন্দ্র কুমার ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি বলেন, "সেতুর কয়েকটি পিলার ভেঙে পড়েছে। বাকিটা ঘটনাস্থলে পৌঁছালেই জানা যাবে। এর বেশি কিছু বলা এখন ঠিক হবে না।"
অন্যদিকে, নদীতে ব্রিজ ভেঙে পড়ার খবর দ্রুত ছড়িয়ে পড়েছে এলাকায় ৷ পরাবত্তা বিধায়ক ইতিমধ্যেই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন। তিনি অভিযোগ করে জানিয়েছেন, নির্মাণ কাজের মান ভালো নয়। নির্মীয়মাণ সেতু এইভাবে ভেঙে পড়েছে ৷ ঘটনার তদন্ত হওয়া উচিত ৷