পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bridge Collapses In Bihar: বিহারে তাসের ঘরের মতো নদীতে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু, দেখুন ভিডিয়োয়

বিহারে সুলতানগঞ্জ-আগুবানী সেতু ভেঙে পড়েছে নদীতে ৷ হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷ এর আগেও 2022 সালের 9 এপ্রিল এই সেতু ভেঙে পড়েছিল ৷ এই নিয়ে দ্বিতীয়বার ভেঙে পড়ল ব্রিজটি ৷

Bridge Collapses In Bihar
নদীতে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু

By

Published : Jun 4, 2023, 8:43 PM IST

Updated : Jun 4, 2023, 9:55 PM IST

নদীতে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু

ভাগলপুর, 4 জুন: হুড়মুড়িয়ে বিহারের ভাগলপুরে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। সুলতানগঞ্জ-আগুয়ানীর মধ্যে গঙ্গা নদীর ওপর নির্মিত সেতুর চারটি পিলার গঙ্গায় তলিয়ে গিয়েছে। সামনে এসেছে সেই ভিডিয়ো ৷ এর আগেও সেতুটি ভেঙে পড়েছিল, যার তদন্ত এখনও চলছে। অন্যদিকে, রবিবার সেই সেতু আবার ভেঙে পড়ায় নির্মাণকাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, আচমকাই সেতুর চারটি পিলার তাসের ঘরের মতো নদীতে ভেঙে পড়ছে ৷ সেতুটি প্রায় একশো মিটার নীচে গঙ্গা নদীতে পড়ে। তবে জনসাধারণের জন্য সেতুটি চালু না-হওয়ায় এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সেতু ভেঙে পড়ার খবর পেয়ে কর্মকর্তারা তড়িঘড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেতু নির্মাণকারী স্টেট ব্রিজ কনস্ট্রাকশন কর্পোরেশনের আধিকারিক যোগেন্দ্র কুমার ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি বলেন, "সেতুর কয়েকটি পিলার ভেঙে পড়েছে। বাকিটা ঘটনাস্থলে পৌঁছালেই জানা যাবে। এর বেশি কিছু বলা এখন ঠিক হবে না।"

অন্যদিকে, নদীতে ব্রিজ ভেঙে পড়ার খবর দ্রুত ছড়িয়ে পড়েছে এলাকায় ৷ পরাবত্তা বিধায়ক ইতিমধ্যেই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন। তিনি অভিযোগ করে জানিয়েছেন, নির্মাণ কাজের মান ভালো নয়। নির্মীয়মাণ সেতু এইভাবে ভেঙে পড়েছে ৷ ঘটনার তদন্ত হওয়া উচিত ৷

নদীতে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু

আরও পড়ুন: গুজরাতের সেতুর সলিল সমাধি উত্তাপ বাড়াচ্ছে রাজ্য রাজনীতিতে

প্রসঙ্গত, সুলতানগঞ্জ আগুয়ানি সেতু মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের স্বপ্নের প্রকল্প । এসপি সিংলা নামের একটি কোম্পানি এই সেতুটি নির্মাণ করছে। এর আগেও 2022 সালের 9 এপ্রিল এই সেতু ভেঙে পড়েছিল ৷ এই নিয়ে দ্বিতীয় বার ভেঙে পড়ল ব্রিজটি ৷ প্রথমবার সেতু ভেঙে পড়ার ঘটনার তদন্ত এখনও চলছে ৷ তার মধ্যেই ফের বিপত্তি ৷

উল্লেখ্য, যে সময় ব্রিজটি ভেঙে পড়ে সেই সময় সেখানে কোনও শ্রমিক ছিলেন কি না, তার খোঁজ চালাচ্ছে এনডিআরএফ। বিধায়ক ড: সঞ্জীব কুমার ব্রিজ তৈরির উপকরণের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "আগেই আমি এ বিষয়ে আগেই বলেছিলাম। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হলেও ব্রিজটি তৈরি করছে এস পি সিংলার মতো কোম্পানি। সমস্যা এখানেই।" পাশাপাশি, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ভাগলপুরে নির্মাণাধীন সেতু ভেঙে পড়ার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বলেছেন।

Last Updated : Jun 4, 2023, 9:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details