সিরোহি (রাজস্থান), 30 অক্টোবর: রাজস্থানে দু’টি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ ৷ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দু’জনের ৷ রবিবার গভীর রাতে সিরোহি জেলার কৃষ্ণগঞ্জে দিল্লি-কান্ডলা এক্সপ্রেসওয়েতে এই ঘটনাটি ঘটেছে ৷ দু’টি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষের জেরে একটি গাড়িতে আগুন ধরে যায় ৷ আর তাতেই ট্রেলারে থাকা চালক এবং খালাসি অগ্নিদগ্ধ হয়ে মারা যান ৷ দু’জনেই রাজস্থানের ভরতপুর জেলার বাসিন্দা ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু চালক ও খালাসির:সিরোহি সদর থানার এএসআই শয়তান সিং জানান, রবিবার গভীর রাতে রেবদার দিক থেকে একটি কয়লা ভরতি ট্রেলার আসছিল ৷ আর উলটোদিকে সিরোহি থেকে রেবদার অভিমুখে পাউডার ভরতি একটি ট্রেলার যাচ্ছিল ৷ কৃষ্ণগঞ্জের কাছে দু’টি ট্রেলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে ট্রেলার দু’টিতে আগুন ধরে যায় ৷ পাউডার ভরতি ট্রেলারের চালক এবং খালাসি দরজা খুলে লাফ দেন ৷ কিন্তু, কয়লা ভরতি ট্রেলারের চালক এবং খালাসি গাড়ির ভিতরেই আটকে যান ৷