নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি : প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর । তাঁর মৃত্যুতে দেশজুড়ে দু'দিন জাতীয় শোক পালন করা হবে, সরকারি সূত্রে জানানো হয়েছে (Two day national mourning and State funeral for Lata Mangeshkar) । তাঁকে শ্রদ্ধা জানাতে ভারতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে দু‘দিন বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । কিংবদন্তি শিল্পী আজ সকাল 8.12 মিনিট নাগাদ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, জানিয়েছেন তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা ডাঃ প্রতীত সমদানি ।
আজ সকাল 12.30 মিনিটে হাসপাতাল থেকে তাঁর শবদেহ তাঁর বাড়ি প্রভুকুঞ্জে নিয়ে যাওয়া হয় । সেখানে বেলা 3টে পর্যন্ত তাঁর দেহ রাখা থাকবে । কেন্দ্রীয় সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, রবিবার 6 ফেব্রুয়ারি ও সোমবার 7 ফেব্রুয়ারি শোকদিবস পালিত হবে । এই সময় দেশজুড়ে ভারতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা থাকবে । আর পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় ভারতরত্ন শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে । সন্ধে 6.30 মিনিট নাগাদ মুম্বইয়ের শিবাজী পার্কে তাঁর অন্তিম সংস্কার হবে ( Lata Mangeshkar last rite Mumbai Shivaji Park) ।