মিরাট(উত্তরপ্রদেশ), 16 নভেম্বর: বুধবার উত্তরপ্রদেশর মেরঠের এক গ্রামে নির্মীয়মান হাই টেনশন লাইন টাওয়ার ভেঙে মৃত্যু হল বাংলার দুই শ্রমিকের (Migrant Labourers of Bengal died in Meerut) ৷ 6 জন শ্রমিক আহত হয়েছেন । আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ৷ আহতদের উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে । টাওয়ার ধসে ঘটনায় আশপাশের এলাকাতেও চাঞ্চল্য সৃষ্টি হয় । একইসঙ্গে প্রশাসনিক আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন ।
জানা গিয়েছে, এল অ্যান্ড টি কোম্পানির পক্ষ থেকে মুন্ডালি থানা এলাকার আজরাডায় হাই টেনশন লাইন টাওয়ার নির্মাণের কাজ চলছে । গ্রামবাসীদের অভিযোগ, টাওয়ারের ভিত মজবুত ছিল না । সে কারণেই যখন টাওয়ারে উঠে কাজ করছিলেন শ্রমিকরা, তখন হঠাৎ টাওয়ারটি ধসে পড়ে (Tower collapsed in Uttar Pradesh) ।