পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jharkhand Illegal Mining Case সোরেন ঘনিষ্ঠের বাড়ি থেকে বাজেয়াপ্ত জোড়া একে 47 - Prem Prakash

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) ঘনিষ্ঠ প্রেম প্রকাশের রাঁচির বাড়ি থেকে জোড়া একে 47 রাইফেল উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Two AK 47 rifles seized from CM close aides house in Ranchi) ৷ অবৈধ খনি মামলার তদন্তে নেমে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এই মামলায় শরিক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

Etv Bharat
মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠের বাড়ি থেকে বাজেয়াপ্ত জোড়া একে 47

By

Published : Aug 24, 2022, 3:29 PM IST

Updated : Aug 24, 2022, 4:26 PM IST

রাঁচি, 24 অগস্ট: ঝাড়খণ্ডে অবৈধ খনি মামলায় নয়া মোড় ৷ রাঁচিতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনর 'ঘনিষ্ঠ' এক ব্যক্তির বাড়ি থেকে জোড়া একে-47 রাইফেল উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Two AK 47 rifles seized from CM close aides house in Ranchi) ৷ অবৈধ খনি মামলার তদন্তে (Jharkhand Illegal Mining Case) নেমে রাজ্যের মুখ্যমন্ত্রী-কেও (Hemant Soren) এই মামলায় শরিক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ দিনকয়েক ধরে পড়শি রাজ্য বিহার-সহ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি ৷

সেই তল্লাশির অংশ হিসেবেই এদিন রাঁচিতে প্রেম প্রকাশের (Prem Prakash) বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা ৷ যিনি মুখ্যমন্ত্রী সোরেনের ঘনিষ্ঠ হিসেবেই রাজনৈতিকমহলে পরিচিত ৷ এদিন তল্লাশি চালিয়ে প্রেম প্রকাশের বাসভবনের আলমারি থেকে জোড়া একে-47 রাইফেল উদ্ধার করে ইডি ৷ অবৈধ খনি মামলায় তিনি মধ্যস্থতাকারী হিসেবেই কাজ করেছেন বলে মনে করে তদন্তকারী সংস্থা ।

আগেও এই প্রেম প্রকাশের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি ৷ কিন্তু উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি ৷ সূত্রের খবর, এদিন সুনির্দিষ্ট অভিযোগ পেয়েই ফের তাঁর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ তাতেই মিলল সাফল্য ৷ একই মামলায় গত 19 জুলাই পঙ্কজ মিশ্রকেও গ্রেফতার করেছিল ইডি ৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির তদন্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সিবিআই হানা

ধৃত পঙ্কজও হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ৷ তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ পাশাপাশি তাঁর নামে থাকা 37টি ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত হয়েছে ৷ তা থেকে উদ্ধার হয়েছে প্রায় 12 কোটি টাকা ৷

Last Updated : Aug 24, 2022, 4:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details