কলকাতা, 29 জুলাই : সাংবাদিক ও সংবাদমাধ্যমের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে যে টুইটগুলি (Tweet) হয়, সেগুলি সরানোর আইনি দাবি সবচেয়ে বেশি ওঠে ভারত থেকে ৷ 2021 এর জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে এই দাবি উঠেছে ৷ সম্প্রতি এমনটাই জানিয়েছে টুইটার (Twitter) কর্তৃপক্ষ ৷
সম্প্রতি টুইটারের তরফে তাদের সর্বশেষ স্বচ্ছতা রিপোর্ট পেশ করা হয় ৷ সেই রিপোর্ট অনুযায়ী, টুইট সরানোর যত আইনি দাবি ওঠে সারা বিশ্ব থেকে, তার 19 শতাংশ আসে ভারত থেকে ৷ ভারতই এই নিয়ে শীর্ষস্থানে রয়েছে৷ সেই সংখ্যাটা হল 114 ৷
তবে শুধু 2021 সালের দ্বিতীয় ভাগে নয়, প্রথম ভাগেও (জানুয়ারি-জুন) ভারতের স্থানই একেবারে শীর্ষে ছিল ৷ ওই সময়সীমার মধ্যে টুইট সরানোর দাবি উঠেছিল 89টি ৷
টুইট সরানোর আইনি দাবির মধ্যে আদালতের নির্দেশ, সরকারি নির্দেশ, আইনজীবীদের তরফে তোলা আবেদনও রয়েছে ৷ এই সব আবেদনের মধ্য থেকে 2021 এ 28টি টুইট সরিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ ৷ তার মধ্যে ওই বছরের প্রথমার্ধে 11টি টুইট ও দ্বিতীয়ার্ধে 17টি টুইট সরিয়ে দেওয়া হয়েছে ৷ তবে কাদের টুইট, কোন কোন টুইট, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ওই মাইক্রোব্লগিং সাইট কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন :Twitter launches Tor service: ব্লক করেছে রাশিয়া, মানুষের কাছে পৌঁছতে নয়া ভার্সান আনল টুইটার