সান ফ্রান্সিসকো, 1 ডিসেম্বর : সম্প্রতি কোম্পানির সিইও'র কুর্সি ছেড়েছেন সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি (Jack Dorsey) ৷ নয়া সিইও পদে বসেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক পরাগ আগরওয়াল (Parag Agarwal becomes new CEO of Twitter on Monday) ৷ নয়া সিইও'র দায়িত্বগ্রহণের কয়েকঘণ্টার মধ্যে নেটওয়ার্ক পলিসিতে বদল আনল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার (Twitter tightens it's network policy) ৷ অন্যের ব্যক্তিগত ছবি শেয়ারে নিষেধাজ্ঞা আরোপ করল মাইক্রোব্লগিং সাইটটি ৷ মঙ্গলবার টুইটার আরোপিত নয়া পলিসিতে জানানো হয়েছে, এখন থেকে ব্যবহারকারীরা অনুমতি ছাড়া কোনওভাবেই অন্য ব্যবহারকারীর ব্যক্তিগত ছবি শেয়ার করতে পারবেন না ৷
তবে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতিসাপেক্ষে অন্যের ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা ৷ নয়া পলিসি অনুযায়ী অনুমতি ছাড়া কোনও ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো শেয়ার হলে সংশ্লিষ্ট ব্য়ক্তি তা টুইটার কর্তৃপক্ষের কাছে সরানোর আবেদন করতে পারবেন ৷ যদিও পাবলিক ফিগার যারা রয়েছেন তাঁরা নয়া পলিসির আওতায় আসবেন না বলে জানিয়েছে টুইটার (Public figures won't come within the new policy) ৷