নয়াদিল্লি, 22 মার্চ: শক্তিশালী ভূমিকম্পের রেশ পৌঁছল ভারতে ৷ মঙ্গলবার রাতে আফগানিস্তান-পাকিস্তানে হওয়া ভূকম্পন অনুভূত হয় দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ৷ কম্পনের রেশ থেকে গিয়েছিল কমবেশি 2 মিনিট ৷ হঠাৎ এই কম্পন বুঝতে পেরে মানুষজন আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন ৷ আতঙ্কে দৌড়তে থাকেন অনেকে ৷ কিন্তু এই সময়ের মধ্যেও একের পর এক মজার ভিডিয়ো পোস্ট হল টুইটারে ৷
মার্কিন জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুযায়ী, এই ভূকম্পনের কেন্দ্রস্থলটি আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের জুর্মের 40 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থিত ৷ এটি পাকিস্তান-তাজিকিস্তানের সীমান্তবর্তী এলাকা ৷ সংবাদসেস্থা পিটিআইয়ের মতে রিখটার স্কেলে এর তীব্রতা ছিল 6.8 ৷ মাটির 188 কিলোমিটার গভীরে এই কম্পন হয় ৷ আর তা আফগানিস্তান-পাকিস্তানের সীমানা ছাড়িয়ে বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে ৷ কেঁপে ওঠে দিল্লির এনসিআর-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা ৷
টুইটারে পোস্ট হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, গুরুগ্রাম ও নয়ডা সোসাইটির বাসিন্দারা বহুতল আবাসন থেকে দৌড়ে বেরিয়ে আসছেন ৷ আতঙ্কের মধ্যে রাস্তায় খোলা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন কেউ কেউ ৷ কোনও ভিডিয়োয় আবার সিলিং ফ্যান থেকে শুরু করে ঘরের আলো দোলার দৃশ্য ধরা পড়েছে ৷ জম্মু-কাশ্মীর ও রাজস্থানেও এই কম্পনের তীব্রতা ছড়িয়ে পড়েছিল ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসের এক পড়ুয়া ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে হস্টেলের বাইরে পড়ুয়ারা দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ৷ কম্পনের সময় গুরুগ্রামের এক বাসিন্দা তাঁর বহুতলের অনেকগুলি সিঁড়ি দিয়ে নীচে নেমে আসেন ৷ সেই ঘটনাও জানা যায় ভিডিয়ো থেকে ।