কুল্লু , 15 জানুয়ারি: জানলে অবাক হবেন যে হিমাচল প্রদেশের একটি গ্রামের বাসিন্দারা আজ থেকে আগামী 42 দিন টিভি দেখবেন না ৷ সবরকম চিৎকার চেঁচামেচি বা হৈ-হুল্লোড় থেকে বিরত থাকবেন তাঁরা ৷ এমনকি নিজেদের মোবাইল ফোনও সাইলেন্ট করে রাখবেন ৷ এই সব কিছু তাঁরা করবেন যাতে কোনও শব্দের কারণে দেবতাদের তপস্যা ব্যাহত না হয় ৷
মানালির গোশাল গ্রামে মকর সংক্রান্তি উপলক্ষে গ্রামের দেবতা কাঞ্চন নাগ, বিয়াস ঋষি ও গৌতম ঋষির মন্দিরের দরজা বন্ধ করা হয় ৷ বিশ্বাস যে এইদিন থেকে দেবতারা তপস্যায় বসেন ৷ মনে করা হয়, আজ থেকে 42 দিন পর মন্দিরের দরজা খুলবে এবং দেবতারা গ্রামবাসীদের আশীর্বাদ দেবেন । এমতাবস্থায় গোশাল সংলগ্ন 9টি গ্রামে কৃষি কাজও বন্ধ রাখতে বলা হয় ৷ গ্রামবাসীরা 42 দিনের জন্য ঈশ্বরের নির্দেশ মেনে চলেন । গোশাল গ্রাম সংলগ্ন কোঠি, সলং পলচান, কুলং, মাঝাচ গ্রামে বেশি শব্দ করা নিষিদ্ধ থাকে ৷ পুরনো প্রথা অনুযায়ী আজও গ্রামবাসীরা পূর্ণ নিষ্ঠার সঙ্গে এই দেব নিষেধাজ্ঞা পালন করেন ।
মকর সংক্রান্তি উপলক্ষ্যে, দেবতাদের মূর্তির উপর মাটির প্রলেপ লাগানো হয় এবং পুজোর পর দরজা বন্ধ করে দেওয়া হয় । বিশ্বাস করা হয়, এমতাবস্থায় কাদার প্রলেপে যদি ফুল পাওয়া যায়, তাহলে তা ভালো সময়ের লক্ষণ । যদি আপেলের পাতা পাওয়া যায় তাহলে এর মানে আপেলের ফলন ভালো হবে । কয়লা পাওয়া গেলে এই পুরো এলাকায় আরও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে । একই সঙ্গে কুমকুম পাওয়া গেলে পুরো এলাকায় আরও বিয়ে হবে । মাটিতে পাথর ও নুড়ির টুকরো পাওয়া গেলে তা বন্যার লক্ষণ বলা হয় । মাটিতে মানুষের লোম পাওয়া গেলে তা মানুষের ক্ষতির লক্ষণ বলে মনে করা হয় । মাটিতে ভেড়া ও ছাগলের লোম পাওয়া গেলে তা প্রাণীদের ক্ষতির লক্ষণ বলে মনে করা হয় ।