পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পড়ুয়াদের ‘বুদ্ধি বাড়াতে’ স্য়ালাইন, গ্রেপ্তার গৃহশিক্ষক

পড়ুয়াদের বুদ্ধি বাড়াতে তাদের স্য়ালাইন দেওয়ার অভিযোগ উঠল বছর কুড়ির গৃহশিক্ষকের বিরুদ্ধে । পূর্ব দিল্লির ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত গৃহশিক্ষক ৷ ধৃত সন্দীপ জেরায় দাবি করেছেন, ইউটিউব দেখেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি৷ সেখানে নাকি বলা হয়েছে, পড়ুয়াদের সাধারণ স্য়ালাইন দিলে তাদের বুদ্ধিমত্তা বাড়ে!

Tutor arrested for giving injections to students to improve memory in Delhi
পড়ুয়াদের ‘বুদ্ধি বাড়াতে’ স্য়ালাইন, গ্রেপ্তার গৃহশিক্ষক

By

Published : Feb 14, 2021, 9:17 PM IST

দিল্লি, 14 ফেব্রুয়ারি : পড়ুয়াদের বুদ্ধি বাড়াতে তাদের স্য়ালাইন দেওয়ার অভিযোগ উঠল বছর কুড়ির গৃহশিক্ষকের বিরুদ্ধে । ঘটনা প্রকাশ্যে আসার পরই অভিযুক্ত সন্দীপকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ৷ সূত্রের খবর, সন্দীপ নিজে বিএ দ্বিতীয় বর্ষের পড়ুয়া৷ নিজের পড়াশোনার পাশাপাশি ষষ্ঠ থেকে নবম শ্রেণির পড়ুয়াদেরও বিনামূল্য়ে পড়ান তিনি৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দীপের এক ছাত্রের অভিভাবকের বিষয়টি প্রথম নজরে আসে৷ তিনি দেখেন বাড়িতে বসে তাঁর সন্তান ইনজেকশন নিচ্ছে ৷ এরপরই পুলিশকে গোটা ঘটনা জানান ওই অভিভাবক৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পড়ুয়াদের বুদ্ধি বাড়ানোর জন্য তাদের সাধারণ স্য়ালাইন দিতেন সন্দীপ৷

আরও পড়ুন:আরও 12 জনের দেহ উদ্ধার, উত্তরাখণ্ডে মৃত বেড়ে 50

পূর্ব দিল্লির ডিসিপি দীপ যাদব জানিয়েছেন, ‘‘সন্দীপ জেরায় দাবি করেছেন ইউটিউব দেখেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি৷ সেখানে নাকি বলা হয়েছে, পড়ুয়াদের সাধারণ স্য়ালাইন দিলে তাদের বুদ্ধিমত্তা বাড়ে! সন্দীপের বিরুদ্ধে ইতিমধ্যেই মান্ডাওয়ালি থানায় একটি এফআইআর করা হয়েছে৷’’

সন্দীপের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 336 নম্বর ধারায় মামলা রুজু করেছে দিল্লি পুলিশ৷ তার পড়ুয়াদের সকলের স্বাস্থ্যপরীক্ষাও করানো হয়েছে৷

ABOUT THE AUTHOR

...view details