চণ্ডীপুর (ত্রিপুরা), 12 ফেব্রুয়ারি: 'ট্রিপল ট্রাবল' নিয়ে কি সত্যি চিন্তিত বিজেপি ? আজ ত্রিপুরায় বারে বারে সিপিএম ও কংগ্রেসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ প্রায় একটি-দু'টি বাক্যের পরেই কংগ্রেস ও সিপিএম প্রসঙ্গ উঠে এল তাঁর বক্তব্যে ৷ সিপিআইএম-কংগ্রেস-মোথাকে 'ট্রিপল ট্রাবল' আখ্যা দিলেন অমিত শাহ ৷ কিন্তু পুরো বক্তব্যের কোথাও একবারের জন্যও নাম নিলেন না বিরোধী তৃণমূল কংগ্রেসের ৷ এই বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।
এই প্রথমবার বিজেপি শাসিত ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে লড়ছে ঘাসফুল ৷ আর তৃণমূল সুপ্রিমো উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্যের দায়িত্ব দিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ৷ সম্প্রতি তিনি বলেছেন, "আমি অভিষেকদের উপর দায়িত্ব দিয়েছি ৷ তাঁরাই আপনাদের বাঁচাবেন ৷" সেই জন্যই নাকি তাঁর সঙ্গে সফরে গিয়েছিলেন বিশ্বস্ত ভাইপো, জানিয়েছিলেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 60টি বিধানসভা আসনের মধ্যে 28টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷
তাই তেইশের ত্রিপুরা নির্বাচনে শাসকদল বিজেপি ছাড়া সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং আঞ্চলিক দল ত্রিপরা মোথা ৷ 2021 সালে গড়ে ওঠা এই দলের প্রধান ত্রিপুরা রাজবংশের উত্তরাধিকারী প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেব বর্মা ৷ ত্রিপুরার আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন মোথার প্রধান উদ্দেশ্য বলে দাবি করেছেন বিক্রম দেব ৷ রবিবার অমিত শাহ বলেন, "কমিউনিস্ট আর কংগ্রেস নিজেদের মধ্যে গাঁটছড়া বেঁধেছে ৷ এটা করে সিপিএম স্বীকার করে নিয়েছে যে তারা হেরে যাবে ৷ বিজেপির সামনে তারা একা দাঁড়াতে পারবে না ৷ কংগ্রেসের কথা আর কী বলব ? যে কমিউনিস্ট ক্যাডাররা কংগ্রেসের অসংখ্য কর্মীদের মেরে ফেলেছে, সেই দলের সঙ্গে কংগ্রেস আজ 'ইলু ইলু' করছে ৷"