গুনা (মধ্যপ্রদেশ), 8 নভেম্বর : টাকা-পয়সা নিয়ে বাদানুবাদ । আর সেই থেকেই শুক্রবার গভীর রাতে পুড়িয়ে হত্যা করা হল এক ব্যক্তিকে । মধ্যপ্রদেশের গুনা জেলার ঘটনা । মৃতের নাম বিজয় সাহারিয়া । বাড়ি গুনা জেলার উকাওয়াদ খুর্দ গ্রামে ।
ঘটনার পর তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । কিন্তু শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় হাসপাতালেই মৃত্যু হয় তাঁর । হাসপাতালে পুলিশকে দেওয়া জবানবন্দীতে তিনি রাধেশ্যাম লোধা নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন । রাধেশ্যামও ওই একই গ্রামের বাসিন্দা । অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় হত্যার চেষ্টা ও অন্যান্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।