পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর - গুনা জেলার খবর

হাসপাতালে পুলিশকে দেওয়া জবানবন্দীতে তিনি রাধেশ্যাম লোধা নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন ।

Tribal burnt alive in Madhya Pradesh
প্রতীকী ছবি

By

Published : Nov 8, 2020, 10:07 PM IST

গুনা (মধ্যপ্রদেশ), 8 নভেম্বর : টাকা-পয়সা নিয়ে বাদানুবাদ । আর সেই থেকেই শুক্রবার গভীর রাতে পুড়িয়ে হত্যা করা হল এক ব্যক্তিকে । মধ্যপ্রদেশের গুনা জেলার ঘটনা । মৃতের নাম বিজয় সাহারিয়া । বাড়ি গুনা জেলার উকাওয়াদ খুর্দ গ্রামে ।

ঘটনার পর তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । কিন্তু শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় হাসপাতালেই মৃত্যু হয় তাঁর । হাসপাতালে পুলিশকে দেওয়া জবানবন্দীতে তিনি রাধেশ্যাম লোধা নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন । রাধেশ্যামও ওই একই গ্রামের বাসিন্দা । অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় হত্যার চেষ্টা ও অন্যান্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

এদিকে ঘটনার জেরে বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে । ওই আদিবাসী ব্যক্তিকে হত্যার নিন্দা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি । নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন । অপরাধীর শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি ।

শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, "রাজ্যে যাতে কারও প্রতি কোনও অবিচার না ঘটে, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর । রাজ্য সরকার উপজাতিদের জন্য একটি আইনও করেছে ।"

ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারকে নিশানায় নিয়েছে কংগ্রেস শিবির । শিবরাজ সিং চৌহানকে একহাত নিয়ে কংগ্রেসের দাবি, তাঁর লোভের জন্যই রাজ্যের মানুষকে ভুগতে হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details