পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোয়েম্বাটরে সফল দেশের প্রথম হোভারক্রাফ্ট বোটের ট্রায়ালরান - সফল দেশের প্রথম হোভারক্রাফ্ট বোটের ট্রায়ালরান

ইউরোটেক পিভট সলিউশন প্রাইভেট লিমিটেড হোভারক্রাফ্ট বোটের ট্রায়াল রান সফল হল প্রথম দিনই ৷ দেশের মধ্য়ে এই প্রথম বিশেষ বোটটি তৈরি করেছে বেসরকারি সংস্থাটি ৷ জেনে নিন এই বোটের বিশেষত্ব ৷

hovercraft boat
হোভারক্রাফ্ট বোটের ট্রায়ালরান

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 8:00 PM IST

কোয়েম্বাটর (তামিলনাডু), 22 নভেম্বর: দেশের প্রথম হোভারক্রাফ্ট বোটে পরীক্ষামূলক অভিযান সফল হল ৷ রাভাথুর এলাকার সালুরের একটি বেসরকারি সংস্থা পিভট সলিউশন এই বোর্ডটি তৈরি করেছে ৷ মঙ্গলবার তামিলনাড়ুর কোয়েম্বাটরে সুলুর এলাকার একটি পুকুরে বোটটি পরীক্ষা মূলকভাবে চালানো হয়েছে ৷ প্রথম দিনেই সফল হয়েছে বোটটির ট্রায়াল রান ৷ প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে এই অত্যাধুনিক প্রযুক্তির হোভারক্রাফ্ট বোটটি তৈরি করেছে সংশ্লিষ্ট সংস্থা ৷ এদিন বোটটির ট্রায়াল রানের সময় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার ছিল ৷ উপস্থিত ছিলেন দমকল বিভাগের কর্মীরাও ৷ বেসরকারি সংস্থা পিভট সলিউশন দীর্ঘদিন ধরে ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন-সহ বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে ৷ এই প্রথম তাঁরা অত্যাধুনিক বোট তৈরি করেছে ৷

ইউরোটেক সলিউশনের ম্যানেজিং ডিরেক্টর সুপ্রীতা চন্দ্রশেখর বলেন, "দেশে এই প্রথম হোভারক্রাপ্ট বোট চালানো হয়েছে ৷ এই বোটটি জল এবং ডাঙা দু‘টিতেই চলতে পারে ৷ মঙ্গালবার ছিল এটির ট্রায়াল রান ৷"

এই বোটটির বিশেষত্ব কী !

তা ব্যাখ্যা করতে গিয়েই তিনি জানান, এই হোভারক্রাফ্ট বোট ঘণ্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে চলতে পারে (এই গতিবেগ ছিল ট্রায়াল রানে) । এটি জল এবং স্থল উভয় জায়গাতে চলবে ৷ পাশাপাশি বরফের উপর দিয়েও চলতে সক্ষম এই বোট ৷ বরফের উপর দিয়েও প্রতি ঘণ্টায় 80 কিলোমিটার বেগে চলতে পারবে । তিনি আরও জানান, বোটটি সর্বোচ্চ 100 কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারবে ৷

সংস্থার ডিরেক্টর আরও জানান, কানাডার একটি সংস্থার সঙ্গে যৌথ ভাবে এই বোটটি তৈরি করেছেন ৷ যেকোনও ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধার কাজে ব্যবহার করা যাবে এই বোট ৷ এছড়াও উপকূলবর্তী এলাকায় প্রতিরক্ষা ও নৌ নজরদারি, জরুরি পরিস্থিতিতে চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে ।

আরও পড়ুন:

  1. চলতি বছরে এই পাসওয়ার্ডেই ভরসা রেখেছেন অধিকাংশ ভারতীয়, আপনিও তালিকায় আছেন নাকি ?
  2. হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, লক করা যাবে চ্যাট বক্স

ABOUT THE AUTHOR

...view details