কোয়েম্বাটর (তামিলনাডু), 22 নভেম্বর: দেশের প্রথম হোভারক্রাফ্ট বোটে পরীক্ষামূলক অভিযান সফল হল ৷ রাভাথুর এলাকার সালুরের একটি বেসরকারি সংস্থা পিভট সলিউশন এই বোর্ডটি তৈরি করেছে ৷ মঙ্গলবার তামিলনাড়ুর কোয়েম্বাটরে সুলুর এলাকার একটি পুকুরে বোটটি পরীক্ষা মূলকভাবে চালানো হয়েছে ৷ প্রথম দিনেই সফল হয়েছে বোটটির ট্রায়াল রান ৷ প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে এই অত্যাধুনিক প্রযুক্তির হোভারক্রাফ্ট বোটটি তৈরি করেছে সংশ্লিষ্ট সংস্থা ৷ এদিন বোটটির ট্রায়াল রানের সময় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার ছিল ৷ উপস্থিত ছিলেন দমকল বিভাগের কর্মীরাও ৷ বেসরকারি সংস্থা পিভট সলিউশন দীর্ঘদিন ধরে ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন-সহ বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে ৷ এই প্রথম তাঁরা অত্যাধুনিক বোট তৈরি করেছে ৷
ইউরোটেক সলিউশনের ম্যানেজিং ডিরেক্টর সুপ্রীতা চন্দ্রশেখর বলেন, "দেশে এই প্রথম হোভারক্রাপ্ট বোট চালানো হয়েছে ৷ এই বোটটি জল এবং ডাঙা দু‘টিতেই চলতে পারে ৷ মঙ্গালবার ছিল এটির ট্রায়াল রান ৷"
এই বোটটির বিশেষত্ব কী !