পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কৃষক বিদ্রোহের জেরে বন্ধ মেট্রো, জ্যামজটে আটকে রাজধানী - ট্রাক্টর মিছিল

মঙ্গলবার কৃষকদের ট্রাক্টর মিছিল ঘিরে হিংসা ছড়ায় দিল্লিতে ৷ তার জেরেই বিপর্যস্ত হয়ে পড়ে সড়ক ও মেট্রো রেল পরিষেবা ৷ ফলে দুর্ভোগে পড়ে আমজনতা৷ বুধবারও অব্য়াহত ছিল যানযন্ত্রণা৷ বন্ধ ছিল একাধিক মেট্রো স্টেশন৷ ঘুরপথে যাতায়াত করে গাড়ি৷

traffic problem in delhi
ট্রাক্টর মিছিলে হিংসার জের, সড়কজটে নাজেহাল রাজধানী

By

Published : Jan 27, 2021, 3:11 PM IST

Updated : Jan 27, 2021, 3:20 PM IST

নয়াদিল্লি, 27 জানুয়ারি : যাকে বলে ঘেঁটে ঘ !

দিল্লির ট্রাফিকের কথা বলছিলাম ৷

রাজধানী শহর হওয়ায় এমনিতে নয়াদিল্লির যান চলাচল ব্য়বস্থা একেবারে এলিট ক্লাসের ৷ যানজট দিল্লির পুরনো অভ্যাস । তবে, ঘিঞ্জি এলাকা বাদ দিলে সরাদিনই গাড়ির চলাচল সচল থাকে । অবশ্য় তেমনটা বোঝার উপায় ছিল না৷ শহরের ইতিউতি সকাল থেকেই চোখে পড়ে গাড়ির লম্বা লাইন ৷ এমনিতে, প্রতি বছর 26 জানুয়ারির পর রাজধানীর রাস্তায় যাতায়াতের উপর বেশ কিছু বিধিনিষেধ থাকেই ৷ তাতে যানজট কিছুটা হলেও বাড়ে৷ তবে এবারের পরিস্থিতিটা একেবারেই আলাদা৷ নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে মঙ্গলবার দিল্লিতে ট্রাক্টর মিছিল করেন আন্দোলনকারী কৃষকরা৷ সেই কর্মসূচি ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানীর নানা অংশ৷ নিরাপত্তার স্বার্থে মেট্রো স্টেশনগুলি বন্ধ করে দেওয়া হয়৷ বিভিন্ন রাস্তায় বন্ধ হয়ে যায় যানচলাচল৷

ঘটনার 24 ঘণ্টা কাটতে চললেও স্বাভাবিক হয়নি দিল্লির সড়ক পরিষেবা ৷ এদিনও পুরনো দিল্লির মেট্রো স্টেশনগুলি বন্ধ রাখে কর্তৃপক্ষ৷ একাধিক রাস্তা বন্ধ থাকায় ঘুরপথে যাতায়াত করতে হয় নিত্যযাত্রীদের৷ ফলে নির্দিষ্ট কিছু রুটে বেড়ে যায় গাড়ির চাপ৷

বুধবার সকাল পর্যন্ত বন্ধ ছিল আইটিও জংশন৷ তবে কনৌট প্লেস সংলগ্ন মিন্টো রোডটি খুলে দেওয়া হয় সাধারণের জন্য়৷ তুলে নেওয়া হয় সমস্ত ব্য়ারিকেড৷ এদিন দিল্লি ট্রাফিক পুলিশের তরফে টুইট করে একথা জানানো হয়৷ অফিস টাইমে যাত্রীরা যাতে দ্রুত নিজেদের গন্তব্য়ে পৌঁছতে পারেন, তা নিশ্চিত করতে অ্য়াডভাইজারিও জারি করে ট্রাফিক পুলিশ৷ তবে তাতে লাভ যে বিশেষ কিছু হয়নি, সংবাদমাধ্য়মের হাতে আসা বিভিন্ন রাস্তার ছবি থেকেই তা স্পষ্ট৷

তথ্য় বলছে, এদিন দিল্লির অন্য়ান্য় অংশের পাশাপাশি আনন্দ বিহার এবং কালিন্দী কুঞ্জেও দীর্ঘক্ষণ ট্রাফিক জ্য়ামে আটকে থাকতে হয়েছে নিত্য়যাত্রীদের৷ নয়ডা থেকে দক্ষিণ দিল্লিতে যাতায়াতের রুট এটাই৷ ফলে দিল্লির পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদেরও ভুগতে হয়৷

এছাড়া, দিল্লি-গাজিয়াবাদ রুটের গাজিপুর মান্ডি রোড এবং 9 ও 24 নম্বর জাতীয় সড়কও এদিন বন্ধ ছিল৷ বেকায়দায় পড়া যাত্রীদের সাহায্য় করতে টুইট করে দিল্লি ট্রাফিক পুলিশ৷ তারা লেখে, ‘‘দিল্লি থেকে যাঁরা গাজিয়াবাদ যাবেন, তাঁরা শাহদরা, করকরি মোড় ও ডিএনডি উড়ালপুল হয়ে ঘুরে যেতে পারেন৷’’ স্বাভাবিকভাবেই এতে ঝক্কি বাড়ে রাস্তায় বেরোনো মানুষজনের৷

আরও পড়ুন:দিল্লিতে ট্রাক্টর মিছিলে অশান্তির ঘটনায় বৈঠক ডাকল সংযুক্ত কিষান মোর্চা

পরে অবশ্য় বিকাশ মার্গ, দিল্লি গেট এবং উত্তরপ্রদেশমুখী আইএসবিটি আনন্দ বিহার এলাকায় যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে৷ তবে এদিন লালকেল্লা মেট্রো স্টেশনে ঢোকা-বেরোনোর সবক’টি গেটই বন্ধ রাখে দিল্লি মেট্রো রেল নিগম (ডিএমআরসি) ৷

Last Updated : Jan 27, 2021, 3:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details