পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আতঙ্কের নাম করোনা : ছত্তিশগড়ে লকডাউন, বাংলায় এক দিনে মৃত সাত

ছত্তিশগড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় 10 হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 53 জনের ৷

raipur lockdown
raipur lockdown

By

Published : Apr 7, 2021, 7:23 PM IST

Updated : Apr 7, 2021, 10:32 PM IST

রায়পুর, 7 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে লকডাউন ঘোষণা করল ছত্তিশগড় সরকার ৷ রাজধানী রায়পুরে 10 দিন সম্পূর্ণ লকডাউন থাকবে ৷ 9 এপ্রিল থেকে শুরু হবে লকডাউন ৷ চলবে 19 এপ্রিল পর্যন্ত ৷ দেশে করোনার দ্বিতীয় ওয়েব আসার পর এই প্রথম কোনও রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হল ৷

অন্যদিকে কলকাতা শহরে এক লাফে করোনা সংক্রমণ ছাড়িয়ে প্রায় দ্বিগুণ । গতকাল কলকাতায় করোনা সংক্রমণ ছিল 542। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী এদিন কলকাতায় করোনা সংক্রমণের সংখ্যা প্রায় 1100 ছাড়াল । সংক্রমিত এলাকার চিহ্নিত করে করোনা পরীক্ষা করার কথা জানিয়েছে কলকাতা পুরসভা ৷ রাজ্যে এ দিন নতুন করে করোনা আক্রান্ত হন 2058 জন ৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 5 লাখ 98 হাজার ৷ আজ করোনায় প্রাণ হারিয়েছেন 7 জন ৷

ছত্তিশগড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় 10 হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 53 জনের ৷ তার মধ্যে রাজধানী রায়পুরের অবস্থা সবচেয়ে খারাপ ৷ গত 24 ঘণ্টায় রায়পুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 2821 জন ৷ মৃতের সংখ্যা 26 ৷ ছত্তিশগড়ের পরিবহন এবং বনমন্ত্রী মহম্মদ আকবর করোনায় আক্রান্ত হয়েছেন ৷ চিকিৎসকদের পরামর্শে তিনি কোয়ারানটিনে রয়েছেন ৷ রাজ্যে করোনার এমন বাড়বাড়ন্ত দেখে রায়পুরের জেলাশাসক এস ভারতীদাসন সম্পূর্ণ লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছেন ৷

রায়পুরের জেলাশাসক এস ভারতীদাসনের বক্তব্য

এই দশদিনে সবরকম দোকানপাট বন্ধ থাকবে ৷ পেট্রল পাম্প থেকে শুধু সরকারী যানবাহন, অ্যাম্বুলেন্স এবং ই পাস থাকা ছত্তিশগড় থেকে অন্য রাজ্যে যাওয়া গাড়িগুলিকে পেট্রল দেওয়া হবে ৷ দুধ এবং সংবাদপত্রের জন্য সকাল ও সন্ধেয় সময় ঠিক করে দেওয়া হবে ৷ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং বাঘেল লকডাউন সফল করার আবেদন জানিয়েছেন ৷

  • এই দশদিন রায়পুরের সবকটি সীমান্ত এলাকা বন্ধ থাকবে ৷
  • ওষুধের দোকান খোলার নির্দিষ্ট সময় থাকবে ৷
  • ওষুধের দোকানগুলি হোম ডেলিভারিকে প্রাধান্য দেবে ৷
  • ধর্মীয়, সাংস্কৃতিক এবং পর্যটন স্থল সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে ৷
  • লকডাউনের সময় গোটা রায়পুর জেলায় বন্ধ থাকবে মদের দোকান ৷
Last Updated : Apr 7, 2021, 10:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details