পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top-news-of-the-day-at-a-glance
top-news-of-the-day-at-a-glance

By

Published : Feb 25, 2021, 7:05 PM IST

1. মতুয়ারা যদি অবৈধ হয়, তাহলে নরেন্দ্র মোদিও অবৈধ : অভিষেক

উত্তর 24 পরগনার ঠাকুরনগরের সভা থেকে সংশোধিত নাগরিকত্ব ইস্যুতে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি বললেন, ‘‘মতুয়ারা যদি অবৈধ হয়, তাহলে নরেন্দ্র মোদিও অবৈধ ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবৈধ ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও অবৈধ ৷’’ তাঁর অভিযোগ যে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করার বিষয়টি বিজেপি পুরো ‘ভাঁওতা’ দিচ্ছে ৷

2. সিবিআই দিয়ে ভয় দেখানো যাবে না, ফের সরব অভিষেক

সিবিআই দিয়ে তাঁকে ভয় দেখানো যাবে না৷ বৃহস্পতিবার উত্তর 24 পরগনার ঠাকুরনগরের সভা থেকে বিজেপির বিরুদ্ধে এই হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন৷ বলেছেন, ‘‘আমার গলা কেটে দিলেও সেই কাটা গলা থেকেও জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দেব ৷’’

3. দ্রুততম ভারতীয় হিসেবে 400-র এলিট ক্লাবে অশ্বিন

দেশর দ্রুততম ও বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে 400 উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন তিনি ৷ তাঁর আগে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরুলীধরণ ৷

4. শিক্ষা নিয়ে কেন্দ্রীয় নির্দেশিকার বিরোধিতা করে মোদিকে চিঠি মমতার

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি চিঠি লিখেছেন ৷ এর আগে বুধবার নিজের খরচে রাজ্যে গণ টিকাকরণ করতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

5. সোশাল মিডিয়া, ডিজিটাল প্ল্য়াটফর্মে নজরদারি; নয়া নির্দেশিকা কেন্দ্রের

এবার সোশাল মিডিয়া ও ডিজিটাল প্ল্য়াটফর্মের উপরেও রাশ টানল কেন্দ্রের মোদি সরকার ৷ ঘোষিত হল নয়া নির্দেশিকা ৷ কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর দাবি, ইন্টারনেট ব্য়বহারকারীদের আরও শক্তিশালী করতেই নজরদারির ব্যবস্থা করেছে সরকার ৷ যদিও তাতে ব্য়ক্তির গোপনীয়তা রক্ষার মতো বিষয়গুলি যে উপেক্ষিত হতে চলেছে, তা একপ্রকার স্পষ্ট ৷

6. পামেলার ফোন রেকর্ডে কোকেন কারবারের সূত্র !

কোকেন কাণ্ডের তদন্তে কোমর বেঁধেছে লালবাজারের নারকোটিক্স সেল ৷ পামেলাকে আগেই গ্রেফতার করা হয়েছিল ৷ পুলিশের জালে উঠেছেন বিজেপি নেতা রাকেশ সিংও ৷ সূত্রের খবর, দুই অভিযুক্তকে হেফাজতে নিয়েই মুখোমুখি বসিয়ে জেরা শুরু করেছেন গোয়েন্দারা ৷ মিলছে বিস্ফোরক সব তথ্য ৷ পাশাপাশি, পামেলার ফোনে পাওয়া কথোপকথনের রেকর্ড থেকেও মিলেছে কোকেন কারবারের নানা সূত্র ৷

7. ই-স্কুটারে রাজপথে প্রতিবাদী মমতা, কটাক্ষ বিরোধীদের

একদিকে যখন রাজপথে ই-স্কুটারে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তাঁকে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধীরা ৷ প্রতিবাদের সুর আরও বাড়বে, বললেন মমতা ৷

8. "বাংলায় মোদি-শাহ সভা করবে, আমি করব না !" "দ্বিচারি তৃণমূল"কে তোপ ওয়েইসির

হায়দরাবাদে সাংবাদিক সম্মেলনে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, লোকসভায় নাগরিকের অধিকার, বাক স্বাধীনতা নিয়ে হল্লা মাচায় তৃণমূল, রবীন্দ্রনাথের উদ্ধৃতি দেয়, আর আমাকে সভা করতে দিল না ৷ তৃণমূলের দ্বিচারিতা স্পষ্ট ৷

9. নীরব মোদিকে ভারতে প্রত্যার্পণের নির্দেশ ব্রিটেনের আদালতের

নীরব মোদিকে ভারতে প্রত্যার্পণের নির্দেশ দিল ব্রিটেনের আদালত ৷ ব্রিটেনের অন্তর্দেশীয় প্রত্যার্পণ সংক্রান্ত আদালতের বিচারক বলেন, নীরব মোদিকে ভারতে চলা মামলার উত্তর দিতে হবে ৷ সেই কারণেই তাঁকে ভারতে ফেরানোর নির্দেশ দেওয়া হল ৷ প্রত্যর্পণ মামলার শুনানিতে অংশগ্রহণেরও নির্দেশ দেন বিচারক ৷

10. ক্যানসার আক্রান্ত পরিবারের সদস্য, দম বন্ধ হয়ে যাচ্ছে মিমির..

মিমি চক্রবর্তীর পরিবারের অন্যতম দুই সদস্য চিকু আর ম্যাক্স । এই চারপেয়ে পোষ্যদের নিজের সন্তানের মতো করে পালন করেন মিমি । তবে সম্প্রতি জানা গেছে যে, ক্যানসারে আক্রান্ত চিকু । খবরটি পেয়ে একেবারে ভেঙে পড়েছেন অভিনেত্রী । সোশাল মিডিয়ায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details