পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ @ রাত 9 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @ 9 PM
টপ নিউজ @ রাত 9 টা

By

Published : Nov 13, 2021, 9:01 PM IST

  1. Suvendu-Mamata : রাজ্যসভায় বহিরাগতদের পাঠাচ্ছেন বাংলার মেয়ে, কটাক্ষ শুভেন্দুর

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ সেই নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

2. Gadchiroli maoists Killed: গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে হত 26 মাওবাদী, আহত 3 জওয়ান

মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে 26 মাওবাদীর মৃত্যু ৷

3. Delhi Pollution : দিল্লির দূষণ বাগে আনতে বন্ধ স্কুল, বাড়ি থেকে সরকারি কাজের ফরমান

সোমবার থেকে এক সপ্তাহের জন্য দেশের রাজধানী দিল্লিতে বন্ধ থাকবে স্কুল ৷ সরকারি অফিসের কর্মী ও আধিকারিকরা কাজ করবেন বাড়ি থেকে ৷

4. Corona In Bengal : 800-র ঘরেই করোনা সংক্রমণ, কমল মৃত্যু

গত 24 ঘণ্টায় দক্ষিণ 24 পরগনা ও কলকাতায় 3 জন করে প্রাণ হারিয়েছেন ৷ উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 2 জনের ৷ জলপাইগুড়ি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে 1 জন করে প্রাণ হারিয়েছেন ৷

5. Mahua Moitra : গোয়ায় তৃণমূলের দায়িত্বে মহুয়া

কৃষ্ণনগর টু গোয়া ৷ বড় দায়িত্বে মহুয়া মৈত্র ৷

6. Neeraj Chopra receives Khel Ratna : নীরজ-সুনীলদের হাতে খেলরত্ন তুলে দিলেন রাষ্ট্রপতি

ইতিপূর্বে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে নামাঙ্কিত ছিল ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান ৷ কিন্তু টোকিয়োয় 41 বছর বাদে ভারত অলিম্পিকস হকিতে পদক জেতার পর সম্প্রতি খেলরত্ন নামাঙ্কিত হয়েছে কিংবদন্তি মেজর ধ্য়ানচাঁদের নামে ৷

7.Kolkata Police : নগরপাল পরিচয়ে প্রতারণা, তদন্তে কলকাতা পুলিশ

অভিযুক্ত যুবকের নাম-পরিচয় গোপন রেখেছে কলকাতা পুলিশ ৷ তবে ঘটনাটি হেয়ার স্ট্রিট থানা এলাকার বলে জানা গিয়েছে ৷

8. Kerala Literacy Mission: বয়স সংখ্যামাত্র, সাক্ষরতা পরীক্ষায় 100-য় 89 পেয়ে নজির শতায়ু বৃদ্ধার

ঐতিহ্যের ধারা মেনে এ বছরও সাক্ষরতা পরীক্ষা আয়োজিত হয়েছে কেরালায় ৷ তার জেরেই পড়াশোনার জগতে হাতেখড়ি হয়েছে কুট্টিয়াম্মার ৷

9. Robinson Street Horror: ছেলের মৃতদেহ আগলে মা, রবিনসন স্ট্রিটের ছায়া কোচবিহারে

বন্ধ ঘরে মৃত ছেলের দেহ আগলে পড়ে থাকতে দেখা গেল বৃদ্ধাকে । পাড়া পড়শিদের কাছে খবর পেয়ে ছুটে আসেন ওই বৃদ্ধার আত্মীয়স্বজনরা । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে ।

10. Manipur Ambush: মণিপুরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, কম্যান্ডিং অফিসার ও পরিবার-সহ মৃৃত 7

কে বা কারা হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি ৷ তবে এই হামলার পিছনে বিচ্ছিন্নতাকামী সংগঠন পিপলস লিবারেশন আর্মির হাত রয়েছে বলে সন্দেহ সেনার ৷

ABOUT THE AUTHOR

...view details