পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 9 am
টপ নিউজ় @ সকাল 9 টা

By

Published : May 31, 2021, 9:16 AM IST

1. নর্থ ব্লক নয়, আজ নবান্নেই যাবেন আলাপন

আজ সচিব স্তরে যে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী তাতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়েরও । দুপুর তিনটের যশ নিয়ে বৈঠকে মুখ্যসচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ই উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে ।

2. ইসলামপুরে পথ দুর্ঘটনায় বিজেপি নেতাসহ মৃত 3

স্থানীয় সূত্রে খবর, ইসলামপুরের ক্ষুদিরামপল্লীর বাসিন্দা বিজেপি নেতা তথা ইসলামপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর অয়ন চন্দ্র, রাহুল ঘোষ ও জয় গোপাল দত্ত একটি গাড়ি করে শিলিগুড়ি গিয়েছিলেন । শিলিগুড়ি থেকে তারা ইসলামপুরে ফিরছিলেন । ইসলামপুর থানার তুঁতবাগান এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের ধারে একটি লরি দাঁড়িয়েছিল । শিলিগুড়ি থেকে ফেরার পথে ইসলামপুরে তুঁতবাগান এলাকায় ওই লরির পিছনে তাঁদের গাড়িটি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই তিনজনের ।

3. বাড়ছে টেস্ট, কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা

আক্রান্তের পাশাপাশি কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 11 হাজার 284 জন ৷

4. শান্তি বৈঠক নিয়ে আশাবাদী আলফা কমান্ডার পরেশ বড়ুয়া

এখনও পর্যন্ত তেমন কিছু হয়নি, যা বৈঠকের সম্ভাবনাকে খুব জোরালো করে ৷ তবে আলোচনার আশা রয়েছে ৷ ফোনে ইটিভি ভারতকে জানালেন আলফার কমান্ডার ইন চিফ পরেশ পড়ুয়া ৷

5. ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে ফিশারি ফার্ম, দুর্গাপুরে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন অভিজিৎ

ইঞ্জিনিয়ারিং ছেড়ে বায়োফ্লক এবং বটম ক্লিন পদ্ধতিতে সৌর বিদ্যুতের সাহায্যে নিয়ে বিভিন্ন দেশিয় মাছের চারা উৎপাদন করে স্বনির্ভর প্রকল্প তৈরি করেছেন অভিজিৎ মুখোপাধ্যায় ৷ তাঁর এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছে এলাকার যুবকদের ৷ পশ্চিম বর্ধমানে তাঁর এই প্রকল্প কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে ৷

6. সুন্দর প্রকৃতির জন্য আজীবন লড়াই বহুগুণার

লক্ষ্য ছিল একটাই ৷ ধ্বংসকারীদের হাত থেকে পরিবেশকে বাঁচানো ৷ লক্ষ্য অবিচল থেকেছেন চিরকাল ৷ লড়েছেন একের পর এক লড়াই ৷ চিপকো আন্দোলন দিয়ে শুরু ৷ তারপর তেহরি নদীবাঁধ নির্মাণের বিরুদ্ধেও সরকারের চোখে চোখ রেখে লড়েছেন ৷ জিতেছেন একের পর এক লড়াই ৷ কিন্তু 94 বছর বয়সে এসে করোনার কাছে হার মানতে হল তাঁকে ৷ তিনি সুন্দরলাল বহুগুণা ৷

7. বালির ক্যানভাসে তামাক বর্জনের বার্তা সুদর্শনের

আজ বিশ্ব তামাক বর্জন দিবস ৷ পুরীর সমুদ্র সৈকতের সামনে নিপুণ হাতে বালুশিল্পের মাধ্যমে বিশ্ববাসীকে তামাক বর্জনের বার্তা দিলেন ওডিশার বিখ্যাত বালু শিল্পী সুদর্শন পটনায়েক ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর প্রায় 1 কোটি মানুষের মৃত্যু হয় তামাক সেবনের ফলে ৷ সুদর্শন পাটনায়েক বললেন, "করোনা ভাইরাস সবার আগে আক্রমণ করে ফুসফুসকে ৷ তাই এইসময় তামাক সেবন করা অত্যন্ত ক্ষতিকারক ৷ "

8. যশের কারণে নষ্ট বই-খাতা, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পাশে দাঁড়ালেন শিক্ষক-শিক্ষিকারা

ঘূর্ণিঝড়ে যশের কারণে নৈহাটি বিধানসভা কেন্দ্রের বালিভাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশ কিছু ঘরবাড়ি । তাদের মধ্যে উত্তর গরিফা পল্লীমঙ্গল হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মিলি দে'র সমস্ত বই খাতা ঝড়ে নষ্ট হয়ে যায় । এর ফলে তার পরীক্ষার প্রস্তুতি নেওয়া নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয় । এই খবর পেয়ে ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা রবিবার বালিভাড়া ইঁটখোলা পাড়া এলাকায় ওই ছাত্রীর বাড়িতে এসে তাঁর সমস্ত পাঠ্যবই কিনে তার হাতে তুলে দিয়ে যান ।

9. লক্ষ্মীর ভাঁড় ভেঙে জন্মদিনে দুঃস্থদের পাশে ছোট্ট সৃজা

আজ আট বছরে পা দিয়েছে বারাসত নবপল্লীর কাঁঠালতলার সেনগুপ্ত পরিবারের মেয়ে সৃজা ৷

10. 3 জুন কেরলে ঢুকবে বর্ষা, আগামী 5 দিন উত্তর-পূর্বে প্রাক বর্ষার পূর্বাভাস

সংক্রিয় মৌসুমি বায়ুর ফলে কেরল ও মাহে তে বিচ্ছিন্নভাবে আগামী 5 দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ যেখানে বলা হয়েছে কর্নাটকের উপকূলে 1 জুন এবং 3 জুন ভারী বৃষ্টি হবে ৷ দক্ষিণ কর্নাটকের ভিতরের দিকে 2 জুন এবং 3 জুন ভারী বৃষ্টি হবে ৷

ABOUT THE AUTHOR

...view details