পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 9 am
টপ নিউজ় @ সকাল 9 টা

By

Published : Jan 19, 2021, 9:11 AM IST

1. গুজরাতে ফুটপাতে শুয়ে থাকা শ্রমিকদের পিষল ট্রাক, মৃত 15

ফুটপাতে শুয়ে থাকা শ্রমিকদের পিষে দিল ট্রাক । দুর্ঘটনায় 15 জন শ্রমিকের মৃত্যু ।

2. ভ্যাকসিনেশনের দ্বিতীয় দিনেও রাজ্যে 14 জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া, হাসপাতালে 3

দ্বিতীয় দিনেও কোরোনা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া দেয়া গেল ৷ হাসপাতালে ভরতি 3। তবে, তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল৷

3. দুরন্ত শুভমন, মাটি কামড়ে লড়াই পূজারার; ফ্রন্টফুটে ভারত

মধ্যাহ্নভোজের বিরতিতে শুভমন গিল 117 বলে 64 রানে এবং পূজারা 90 বলে 8 রানে অপরাজিত ।

4. অরুণাচলপ্রদেশে গ্রাম তৈরি চিনের, ধরা পড়ল স্যাটেলাইটে

ভারত-চিন সীমান্তে উত্তেজনার পারদ অব্যাহত। এরই মধ্যে অরুণাচলপ্রদেশে চিনের তৈরি গ্রামের হদিস পেল ভারত।

5. বিরূপ প্রতিক্রিয়া 580 জনের শরীরে, টিকাকরণে মৃত্যুর তত্ত্ব খারিজ কেন্দ্রের

হাসপাতালে ভরতি সাতজনের মধ্যে তিনজন দিল্লির বাসিন্দা । এদের মধ্যে দু'জনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে । পর্যবেক্ষণে রাখা হয়েছে আরেকজনকে । কর্নাটকে টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় দু'জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

6. অসুস্থ আলিয়া, যেতে হল হাসপাতালে

কাজের চাপে অসুস্থ আলিয়া ভাট । রবিবার অর্থাৎ 17 জানুয়ারি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে সেদিনই ছাড়া পান অভিনেত্রী ।

7. শুধু ভবানীপুরকেই নয়, সারা রাজ্যের মানুষকে বঞ্চিত করেছেন; মমতাকে কটাক্ষ খগেনের

"ভয় পেয়েছেন । ভবানীপুরের মাটি পায়ের তলা থেকে সরে যাচ্ছে । চেষ্টা করছেন নন্দীগ্রামে দাঁড়াতে । তিনি শুধু ভবানীপুরকেই বঞ্চিত করেননি, সারা রাজ্যের মানুষকে বঞ্চিত করেছেন । 2013-'14 সালে বলেছিলেন, 99 শতাংশ উন্নয়ন হয়ে গিয়েছে । এই সাত বছরে 100 শতাংশ হয়ে যাওয়ার কথা । তাহলে এখন দুয়ারে সরকার কর্মসূচি কেন ?" গতকাল মানকরের জনসভা থেকে এই ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা খগেন মুর্মু ।

8. বিরূপ প্রতিক্রিয়া 580 জনের শরীরে, টিকাকরণে মৃত্যুর তত্ত্ব খারিজ কেন্দ্রের

হাসপাতালে ভরতি সাতজনের মধ্যে তিনজন দিল্লির বাসিন্দা । এদের মধ্যে দু'জনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে । পর্যবেক্ষণে রাখা হয়েছে আরেকজনকে । কর্নাটকে টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় দু'জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

9. অঙ্গনওয়াড়ি পরীক্ষায় গাফিলতির অভিযোগ, প্রয়োজনে সিআইডি তদন্তের আশ্বাস আইসিডিএস চেয়ারম্যানের

রবিবার আলিপুরদুয়ার জেলায় 89 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং 529 জন সহকারী নিয়োগের লিখিত পরীক্ষা হয় । জেলার মোট 126 কেন্দ্রে 40 হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশ নেয় । তবে সব কেন্দ্রে পরীক্ষা সম্ভব হয়ে ওঠেনি । বিভিন্ন অভিযোগে পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে আসেন অনেক পরীক্ষার্থী ।

10. "ওরা জিয়া আর সুশান্তকে মেরেছে, আমাকেও মারার চেষ্টা করেছে"

ফের বিস্ফোরক কঙ্গনা রানাওয়াত । জিয়া খানের মৃত্যু নিয়ে একটা তথ্যচিত্র শেয়ার করে বললেন, "ওরা জিয়া আর সুশান্তকে মেরেছে, আমাকেও মারার চেষ্টা করেছে" ।

ABOUT THE AUTHOR

...view details