পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

By

Published : Aug 25, 2021, 7:03 PM IST

1. East Bengal-Shree Cement : দিদির ম্যাজিকে ফুটবল ফিরল ইস্টবেঙ্গলে, বললেন নীতু ; চুক্তিপত্র নিয়ে ধোঁয়াশা অব্যাহত

চুক্তি নিয়ে দীর্ঘ টানাটানি ৷ অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আজ জট কাটল বলে দু'পক্ষই জানিয়েছে ৷ ইস্টবেঙ্গল কর্তারা বলছেন, দিদির ম্যাজিকে ফুটবল ফিরল ক্লাবে ৷

2. East Bengal Sponsorship : শ্রী সিমেন্টই স্পনসর থাকছে, আইএসএল খেলবে ইস্টবেঙ্গল; জানিয়ে দিলেন মমতা

ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের (FC East Bengal) স্পনসরশিপের দায়িত্বে থাকছে শ্রী সিমেন্টই ৷ বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, ইস্টবেঙ্গলের স্পনসর থাকছে শ্রী সিমেন্টই ৷

3. Mamata Banerjee : তফশিলিদের উন্নয়নের আর কিছু বাকি নেই, বৈঠকে বললেন মমতা

বুধবার নবান্নের সভাঘরে তফশিলি জাতি কাউন্সিলের বৈঠক ছিল ৷ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গত 10 বছরে পশ্চিমবঙ্গের তফশিলিদের জন্য সবরকম উন্নয়নের ব্যবস্থা করেছে তাঁর সরকার ৷

4. Duare Sarkar : মিঠানিতে 'দুয়ারে সরকার' শিবিরে এলেই মুড়ি-ঘুগনি

বুধবার কুলটির মিঠানি গ্রামে দুয়ারের সরকার শিবির বসেছিল । প্রায় 7 থেকে 8 হাজার মানুষকে এই মুড়ি ঘুগনি খাওয়ানো হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে ।

5. Anubrata Mondal : বিশ্বভারতীর উপাচার্যকে বাড়িতে ঘেরাওয়ের সিদ্ধান্ত, হুঁশিয়ারি অনুব্রতর

আজ বিশ্বভারতীর একাংশ কর্মী ও অধ্যাপক অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেন ৷ সেখানেই বিশ্বভারতীর উপাচার্যকে ঘেরাওয়ের সিদ্ধান্ত নেওয়া হয় ৷

6. CBI : আরও সক্রিয় সিবিআই, আসছেন বাংলা জানা আধিকারিক

সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যেই ভুবনেশ্বর থেকে চারজন ডিএসপি পদমর্যাদার আধিকারিককে বাংলায় আনছে সিবিআই । মূলত, বাংলা ভাষা জানে, এরকম সিবিআই আধিকারিকদের এখানে আনা হচ্ছে ৷

7. Tikiland: ভবিষ্যতের অদেখা পৃথিবীকে দেখাবে টিকিল্যান্ড, শুরু শ্যুটিং

ভবিষ্যতের অদেখা পৃথিবীকে দেখাবে অভিষেক চৌধুরী (Abhishek Chowdhury)-র ওয়েব ফিল্ম টিকিল্যান্ড (Tikiland)৷ শুরু হয়েছে ছবির শ্যুটিং ৷ এই ছবিতে আছেন দেবতনু (Devtanu) ও শুভস্মিতা ৷ এ ছাড়াও থাকছেন ঋ সেন (Rii Sen)৷

8. Blast : বহরমপুরে বিস্ফোরণে উড়ে গেল ছাদ, জখম বৃদ্ধা

বহরমপুরে বিস্ফোরণে উড়ল বাড়ির ছাদ ৷ ঘটনায় জখম হয়েছেন এক বৃদ্ধা ৷ প্রতিবেশীদের অভিযোগ, তাঁর ছেলে স্থানীয় তৃণমূল নেতা ৷ তিনিই বাড়িতে বোমা মজুত করেছিলেন ৷ সেই বোমা বিস্ফোরণ ঘটেছে ৷ বহরমপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

9. 3rd Test : এবারও আন্ডারসনের শিকার কোহলি, 4 উইকেট হারিয়ে বেকায়দায় ভারত

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে প্রথমদিনে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া ৷ শুর থেকেই ব্রিটিশ বোলিংয়ের আক্রমণের শিকার কোহলি ব্রিগেড ৷

10. Kuttey : "কুত্তে"র টিজ়ার বিশাল ভরদ্বাজের ইন্সটাগ্রামে, বছর শেষে শুটিং শুরু

একাধিক তারকা নিয়ে থ্রিলার তৈরি করছেন বিশাল ভরদ্বাজ ৷ ছবির পরিচালক ছেলে আসমান ভরদ্বাজ ৷ এটাই আসমানের প্রথম পরিচালনা ৷

ABOUT THE AUTHOR

...view details