পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @5pm
টপ নিউজ় @ বিকেল 5 টা

By

Published : Sep 21, 2021, 5:10 PM IST

1.দিল্লি হাইকোর্টে ধাক্কা অভিষেক-রুজিরার, ইডির সমন থেকে রক্ষাকবচের আর্জি খারিজ

কয়লা দুর্নীতি মামলায় (Coal Scam Case) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমনে অন্তর্বর্তী স্থগিতাদেশ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)৷ তাঁদের আর্জি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) ৷

2.পুরুলিয়া সূচকাণ্ডে অভিযুক্তদের মৃত্যুদণ্ড ঘোষণা আদালতের

পুরুলিয়া সূচকাণ্ডে শিশু হত্যার ঘটনায় মূল অভিযুক্ত অবসরপ্রাপ্ত হোমগার্ড সনাতন ঠাকুর ও শিশুকন্যার মা মঙ্গলা গোস্বামীর মৃত্যুদণ্ড দিল পুরুলিয়া জেলা আদালত। গতকাল সাজা ঘোষণার কথা থাকলেও সরকারি আইনজীবীর আপত্তিতে রায়দান স্থগিত রাখা হয় ৷

3.মমতা-স্তুতি , মানিকে মাগে হিথের বাংলা ভার্সন 'মা-মাটি-মানুষের হিতে'

নেট দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে সিংহলি গান মানিকে মাগে হিথে ৷ সেই গানের আদলে তৈরি হল বাংলা গান 'মা-মাটি-মানুষের হিতে' ৷ মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্পগুলির গুণগান গেয়ে গাওয়া হয়েছে এই গান ৷ মেদিনীপুরের ব্যবসায়ী রাজেশ চক্রবর্তী ও তাঁর মেয়ে অপরাজিতা চক্রবর্তীর উদ্যোগে তৈরি হয়েছে এই গান ৷ কণ্ঠ দিয়েছেন মেদিনীপুরের দুই কলেজ পড়ুয়া মনীষা মুখোপাধ্যায় এবং দেবপ্রিয় চক্রবর্তী ৷ মনীষার সুরেলা কণ্ঠে গানটি অন্য মাত্রা পেয়েছে ৷ মাঝে ব়্যাপ গেয়েছেন দেবপ্রিয় ৷ ইউটিউবে পোস্ট করার ছয়দিনের মধ্যেই কয়েক লাখ ভিউ, লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ৷

4.বুদ্ধিজীবীদের তোপ বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্তর, পাশে থাকার আশ্বাস দিলীপের

রাজ্যের নয়া বিজেপি রাজ্য সভাপতির (Bengal BJP President) দায়িত্ব পাওয়ার পর সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) সংবর্ধনা জানালেন তাঁর পূর্বসূরী দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ এদিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) একহাত নিয়ে নরেন্দ্র মোদির হাত আরও শক্ত করার অঙ্গীকার করেন সুকান্ত মজুমদার ৷

5.জমা জলের কারণে বাতিল ভবানীপুরে মমতার নির্বাচনী জনসভা

ভবানীপুরে মমতার প্রথম জনসভাতেই বাধা ৷ লাগাতার বৃষ্টিতে জমা জলের কারণে তৃণমূল সুপ্রিমোর প্রচার সভা বাতিল করা হল ৷ আগামিকাল ওই জনসভার আয়োজন করা হয়েছে ৷ সকাল থেকে সুধীর বসু স্ট্রিটে জল জমে রয়েছে ৷ পৌরনিগমের কর্মীরা সেই জল নামানোর চেষ্টা করলেও, জনসভা আয়োজন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি ৷

6.আগরতলার এনসিসি থানায় গিয়ে অসুস্থ কুণাল ঘোষ, পরে অবস্থার উন্নতি

আগরতলায় তৃণমূল যুব কংগ্রেসের নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে খোয়াই থানায় বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তখন তাঁর সঙ্গে সেখানে ছিলেন কুণাল ঘোষ । সেই সূত্রে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আজ ডেকে পাঠায় খোয়াই থানা ।

7.পদ্মফুল, পেন ও মালা দিয়ে সুকান্তকে সংবর্ধনা দিলীপের

পদ্মফুল, পেন ও মালা দিয়ে নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) সংবর্ধনা দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) । বললেন, "শিক্ষক মানুষ তাই পেন দিলাম আপনাকে ।" সংবর্ধনা সভায় দিলীপ বলেন, "নতুন পর্যায় শুরু করল বিজেপি । হিংসার বিরুদ্ধে পার্টিকে দাঁড় করানোর জন্য আমার যোগ্যতা-ক্ষমতা অনুযায়ী কর্মী-সমর্থকদের নিয়ে লড়েছি । একজন যুবককে রাজ্য সভাপতি করা হয়েছে । আগামী দিনে রাজ্যে পার্টিকে ক্ষমতায় আনতে সুকান্তর নেতৃত্বে লড়াই করব । দেশের মধ্যে সবচেয়ে কম বয়সী রাজ্য সভাপতি সুকান্ত । শিক্ষিত, বুদ্ধিমান, মার্জিত । রাজ্য সভাপতি হিসাবে তিনি সফল হবেন । ইতিহাসে নাম লিখবেন । পুরানো কর্মীরা পার্টির নতুন নেতাকে সামনে রেখে এগিয়ে যাবেন ।"

8.পুজোর আগে দেবযানী-সুজয়ের পরব-এ চাঁদের হাট

পুজোর আগে দেবযানী চট্টোপাধ্যায় (Debjani Chattopadhyay) ও সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের (Sujoy Prasad Chatterjee) পোশাক ও গয়নার প্রদর্শনী পরব-এ (Parab) চাঁদের হাট বসল ৷ উপস্থিত হলেন মনামী ঘোষ (Monami Ghosh), সোহাগ সেন, অনসূয়া মজুমদার, শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), চন্দ্রাবলী রুদ্র পাল-সহ আরও অনেকে ৷

9.হাওড়া জেলায় নতুন করে 30টি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা

হাওড়া জেলায় নতুন করে 30টি কনটেনমেন্ট জোন ঘোষণা করা হল ৷ আগের নিয়মেই চালু থাকবে বিধি-নিষেধ ৷ পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত এই নিয়ম জারি থাকবে ৷

10.চিটফান্ড মামলায় রাজ্য পুলিশের ডিজিকে সহযোগিতা করতে নির্দেশ হাইকোর্টের

চিটফান্ড মামলায় রাজ্য পুলিশের ডিজিকে সহযোগিতা করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ যেখানে রাজ্যের দু’টি চিটফান্ড সংক্রান্ত মামলায় পুলিশের বিরুদ্ধে আদালতের নির্দেশ না মানার অভিযোগ উঠেছে ৷ আর তার পরেই এমাসের শুরুতে রাজ্য পুলিশের ডিজিকে তলব করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

ABOUT THE AUTHOR

...view details