পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top 3
top 3

By

Published : Mar 7, 2021, 3:00 PM IST

1.লাইভ : এমন সভা আগে দেখিনি, ব্রিগেডের ভিড়ে আপ্লুত মোদি

"রাজনৈতিক জীবনে অনেক সমাবেশ দেখেছি । কিন্তু এতগুলি বছরে আমি এত বড় জনসমাবেশ আগে দেখিনি । যখন আমি হেলিকপ্টার থেকে দেখছিলাম, মাঠে তো জায়গা ছিলই না, রাস্তাতেও প্রচুর মানুষের ভিড় ছিল ।" বললেন নরেন্দ্র মোদি ।

2.লাইভ : হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে পথে মমতা

হাতে প্ল্যাকার্ড ও প্রতীকী সিলিন্ডার নিয়ে মিছিল করছেন মমতা ৷

3.বাংলাকে বাঁচাবেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মিঠুন, ব্রিগেড থেকে বার্তা শুভেন্দুর

কলকাতার ব্রিগেডে বিজেপির সভা ৷ ওই সভায় বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী ৷ তার পর ভাষণ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বললেন, ‘‘বাংলাকে বাঁচাবেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মিঠুন ৷’’

4.ব্রিগেডে ফিল্মি আন্দাজে মহাগুরু

ব্রিগেডের জনসভায় মহাগুরু মিঠুন চক্রবর্তীকে দেখা গেল এক্কেবারে ফিল্মি আন্দাজে । যোগ দিলেন বিজেপিতে । নিজেকে জাত গোখরোর সঙ্গে তুলনা করলেন তিনি । বললেন, ভরসা রাখুন, আমি কোনওদিন মুখ ফেরায়নি । সবসময় পাশে থেকেছি ।

5.কলকাতায় নেমেই টুইট, ব্রিগেডে মোদি

কলকাতায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বাংলায় পৌঁছনোর পরই টুইটে জানান যে তিনি কলকাতায় পৌঁছে গিয়েছেন ৷

6.নাম না করে তৃণমূলকে ছবি করে দেওয়ার হুমকি মিঠুনের

বিজেপির ব্রিগেড সমাবেশে উপস্থিত হয়ে নাম না করে তৃণমূল কংগ্রেসকে এক ছোবলে ছবি করে দেওয়ার হুমকি দিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য়সভার সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী৷৷

7. 'জনতাকে লুঠ করছে বিজেপি', শিলিগুড়ি থেকে টুইট মমতার

রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে আজ মহিলাদের নিয়ে প্রতিবাদ মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে টুইট করে বিজেপিকে একহাত নিলেন তিনি ৷

8.কুড়ি বছরের পুরনো দেশদ্রোহিতার মামলায় বেকসুর 122 জন

2001 সালের দেশদ্রোহিতার মামলায় 122 জনকে বেকসুর খালাস করল সুরাতের আদালত ৷ অভিযোগ ছিল নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন সিমির হয়ে এই 122জন প্রচার চালাচ্ছিল ৷ সেই অভিযোগের ভিত্তিতে কোনওরকম প্রমাণ না থাকায় শনিবার তাদের বেকসুর খালাস করে বিচারক ৷

9.আগেও মানুষের জন্য কাজ করেছি, নতুন 'খেলা'র চ্যালেঞ্জ নিয়ে বললেন দিন্দা

একসময়ের সতীর্থ ও বর্তমানে তৃণমূলের প্রার্থী মনোজ তিওয়ারিকে শুভেচ্ছা জানিয়েছেন অশোক দিন্দা ৷

10.ঋতুস্রাবের সময়তেও ব্রেক নেই, বেশ চাপে কর্মব্যস্ত কঙ্গনা

ঋতুস্রাবের কয়েকটা দিনও কাজ থেকে ফাঁক পাননি কঙ্গনা রানাওয়াত । 2021 সালের প্রতিটি দিন কাটছে তাঁর চূড়ান্ত ব্যস্ততায় ।

ABOUT THE AUTHOR

...view details