পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 1 pm
টপ নিউজ় @ দুপুর 1টা

By

Published : Mar 12, 2021, 1:23 PM IST

1. মমতার উপর হামলার অভিযোগ, সিবিআই তদন্তের দাবিতে মামলা কলকাতা হাইকোর্টে

মমতার উপর হামলার অভিযোগে সিবিআই তদন্তের দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করলেন সুরজিৎ সাহা নামে এক ব্যাক্তি । আজ মামলার শুনানি ৷

2. দিদি আপনি খেলুন, উন্নয়ন মোদি করবেন : স্মৃতি ইরানি

নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী ৷ শুক্রবার রীতিমতো ধুমধাম করে মনোনয়ন পেশ করতে যান তিনি ৷ তার আগে নন্দীগ্রামে একটি সভার আয়োজন করা হয় ৷ সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ৷

3. মনোনয়ন জমার আগে ফের ডাবল ইঞ্জিনের কথা বললেন শুভেন্দু

বেকারত্ব, শিল্প, সিন্ডিকেট, কাটমানি-সহ একাধিক ইস্যুতে রাজ্যসরকারকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী ৷

4. বিপাকে নেটফ্লিক্সের 'বম্বে বেগমস', সিরিজ় বয়কটের ডাক

বিপাকে নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ় 'বম্বে বেগমস' । সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই সিরিজ়ে নাকি তরুণ প্রজন্মকে খারাপভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা অনেককে বিপথে চালিত করতে পারে..এই অভিযোগে সিরিজ়টি বয়কটের আবেদন জানাল এনসিপিসিআর অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস ।

5. মোদি-দিলীপের ভাষণই ষড়যন্ত্রের প্রমাণ ! নন্দীগ্রামকাণ্ডে কমিশনে যাচ্ছে তৃণমূল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপর হামলার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ এনে এ বার দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানাতে চলেছে তৃণমূল ৷ প্রমাণ হিসেবে তারা নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদি-সহ বেশ কয়েকজন বিজেপি নেতার ভাষণের ভিডিয়ো ফুটেজ ৷

6. মুখ্যমন্ত্রী নাটক করছেন, প্রতিক্রিয়া রানাঘাটের সাংসদের

সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীদের ভিড়েই হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায় বিরোধী পক্ষের উপর দায় চাপিয়ে নাটক করছেন ৷ আসলে তাঁর কিছুই হয়নি । নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনা প্রসঙ্গে এমন মন্তব্য করলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার । জগন্নাথবাবু বলেন,"মানুষ তাঁর কৌশল জেনে গেছে ৷ ছেঁড়া শাড়ি, হাওয়াই চপ্পল পরে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া, মানুষ জেনে গেছে ৷"

7. হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা শুভেন্দুর

আজ মনোনয়ন পত্র পেশ করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ৷ হাইভোল্টেজ আসনে মনোনয়ন পেশের দিনে কেন্দ্রীয় নেতৃত্বকেও পাশে পেলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু ৷ তাঁর পাশে দেখা গেল কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি ও পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ৷

8. মমতার দ্রুত আরোগ্য কামনা রাজ্যপালের, রাজ্যবাসীর কাছে শান্তিরক্ষার আবেদন

টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা প্রার্থনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ পাশাপাশি, রাজ্যবাসীর কাছে শান্তিরক্ষারও আবেদন জানিয়েছেন রাজ্যপাল ৷

9. যাদের দরকারে পাই, তাদের সরকারে চাই ; বার্তা নিয়ে প্রচারে দীপ্সিতা

হাওড়ার বালিতে নির্বাচনী প্রচার শুরু করলেন সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর ৷

10. কয়লাকাণ্ডে এবার অভিষেকের শ্বশুর ও মেনকার স্বামীকে নোটিস সিবিআইয়ের

কয়লাকাণ্ডে আর্থিক লেনদেন কীভাবে হত তা জানতেই মূলত নোটিস পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্বশুর ও মেনকা গম্ভীরের স্বামীকে ৷ এমনটাই খবর সিবিআই সূত্রে ৷ ইতিমধ্যেই এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূল সাংসদের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও তাঁর বোন মেনকা গম্ভীরকে ৷

ABOUT THE AUTHOR

...view details