পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ দুপুর 1টা
টপ নিউজ় @ দুপুর 1টা

By

Published : Mar 6, 2021, 1:14 PM IST

1.বিজেপিতে দীনেশ, কাল থাকবেন মোদির ব্রিগেড সভায়

আজ রাজধানীতে বিজেপির কার্যালয়ে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিলেন দিনীশ ত্রিবেদী ।

2.করোনা টিকার সংশাপত্র থেকে প্রধানমন্ত্রীর ছবি সরাতে নির্দেশ কমিশনের

করোনা টিকা গ্রাহকদের দেওয়া হচ্ছে একটি করে শংসাপত্র। তাতে রয়েছে প্রধানমন্ত্রীর ছবি। সেই ছবিতে নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। তারপরেই প্রধানমন্ত্রীর ছবি সরানোর নির্দেশ কমিশনের।

3.দলের উপর ক্ষোভ উগরে পদত্যাগের পথে অখিল-পুত্র সুপ্রকাশ !

সুপ্রকাশ গিরি ৷ পূর্ব মেদিনীপুরের এই যুব তৃণমূল নেতা প্রার্থী হতে না পেরে ফেসবুকে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ৷ এবার তিনি ছাড়তে পারেন দলের দেওয়া প্রশাসনিক পদও ৷ তাঁর সঙ্গে একই ভাবে প্রশাসনিক পদ ছাড়তে পারেন আরও এক তৃণমূল নেতা মাহমুদ হোসেন ৷ সূত্র মারফত এমনই খবর মিলেছে ৷

4.গোসাবায় বোমা বিস্ফোরণে জখম 6 বিজেপি কর্মী

দক্ষিণ 24 পরগনার গোসাবায় বোমা বিস্ফোরণে জখম ছয় বিজেপি কর্মী । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । যদিও পুলিশের অনুমান ও ত়ৃণমূলের দাবি বোমা বাঁধতে গিয়ে এই ঘটনা ।

5.'সস্তা থাকলাম না আর', আয়কর দফতরের হানার পর প্রকাশ্যে রসিকতা তাপসীর

বাড়িতে আয়কর দফতরের হানার পর প্রথমবার মুখ খুললেন তাপসী পান্নু । তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ওড়ালেন রসিকতার সুরে ।

6.বার্থডে স্পেশাল : মাত্র চব্বিশেই ফ্যাশনিস্তা জাহ্নবী

আজ জাহ্নবী কাপুরের জন্মদিন । চব্বিশে পা দিলেন অভিনেত্রী । বয়সে ছোটো হলে কী হবে, ফ্যাশনের দিক দিয়ে তাঁকে বেশ অভিজ্ঞ বলা চলে । প্রাচ্য হোক বা পাশ্চাত্য..যে কোনও পোশাকে স্বচ্ছন্দ অভিনেত্রী ।

7.দলনেত্রীর সিদ্ধান্ত সঠিক, প্রার্থী ঘোষণা প্রসঙ্গে মন্তব্য উজ্জ্বলের

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করি । প্রার্থী তালিকা ঘোষণার পর এমনটাই বললেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস ।

8.টেস্টে প্রথম শতরান হাতছাড়া ওয়াশিংটনের, 160 রানের লিড ভারতের

নন স্ট্রাইকার এন্ড থেকে সঙ্গত না পাওয়ায় টেস্ট ক্রিকেটে প্রথম শতরান অধরা রয়ে গেল ওয়াশিংটন সুন্দরের ৷ 96 রানে অপরাজিত থেকেই প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে ৷ তৃতীয় দিনে 365 রানে প্রথম ইনিংস শেষ হয় ভারতের ৷ ইংল্যান্ডের প্রথম ইনিংসের থেকে 160 রানে এগিয়ে ভারত ৷

9.টিকিট পাননি 10 বছরের তৃণমূল বিধায়ক, বিক্ষোভ ইটাহারে

দীর্ঘ 10 বছরের তৃণমূল বিধায়ক অমল আচার্যকে নির্বাচনের টিকিট না দেওয়ায় বিক্ষোভ প্রদর্শন ইটাহারের মানুষের । প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্যের অনুগামীরা শুক্রবার সন্ধ্যে থেকে ইটাহার চৌরাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করে ।

10.অপহরণের পর বার বার ধর্ষণ, 22 দিন পর উদ্ধার কিশোরী

পোখরানের একটি নির্মীয়মাণ বাড়িতে ধর্ষণ করা হত কিশোরীকে। পরে খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।

ABOUT THE AUTHOR

...view details