1.Independence Day Live : সৈনিক স্কুলে পড়তে পারবে মেয়েরাও, লালকেল্লায় বললেন প্রধানমন্ত্রী
আজ ভারতের 75তম স্বাধীনতা দিবস ৷ 200 বছরের ব্রিটিশ শাসন থেকে শৃঙ্খলামুক্ত হওয়ার দিন ৷ পতাকা উত্তোলনের মাধ্যমে সারা দেশে পালিত হচ্ছে 75তম স্বাধীনতা দিবস ৷ লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
2.Netaji Subhas Chandra Bose : নজরবন্দি হয়েও অপ্রতিরোধ্য নেতাজি, গোপন চিঠি পাঠাতেন পাউরুটির স্লাইসে
নেতাজির পরাক্রম, সংগ্রাম, ধৈর্য্য আর বুদ্ধিমত্তার সাক্ষী দার্জিলিংয়ের গিদ্দা পাহাড় ৷ এই পাহাড়েই পারিবারিক বাড়িতে টানা ছ’মাস নজরদবন্দি থাকতে হয়েছিল সুভাষচন্দ্র বসুকে ৷ নজরবন্দি অবস্থাতেই দেশের কাজ পরিচালনা করে গিয়েছেন তিনি ৷ পাউরুটির আড়ালে চলেছে চিঠি চালাচালি ৷ স্বাধীনতা দিবসের আবহে সেই বাড়িরই আনাচকানাচ ঘুরে দেখলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷
3.Mahatma Gandhi : বেলেঘাটার হায়দরি মঞ্জিল ও গান্ধির কিছু স্মৃতি
দেশের স্বাধীনতার ইতিহাসে গান্ধিজির (Mahatma Gandhi) অবদান যেমন অনস্বীকার্য, কলকাতার বেলেঘাটার হায়দরি মঞ্জিলের (Hyderi Manzil) নামও তেমনই উজ্জ্বল ৷ 2018 সালে হেরিটেজ ঘোষণা হওয়া হায়দরি মঞ্জিল এখন গান্ধিভবন (Gandhi Bhawan) মিউজিয়াম ৷ এই হায়দরি মঞ্জিলেই স্বাধীনতার দিনটি কাটিয়েছিলেন গান্ধিজি ৷ পাশের রাসবাগানে কলকাতায় তাঁর শেষ ভাষণ দিয়েছিলেন ৷ সেই সমস্ত স্মৃতিই আজ ঘেঁটে দেখল ইটিভি ভারত ৷
4.Independence Day : মাস্টারদা'র সহযোগী অনুরূপ চন্দ্র সেনকে ভুলতে বসেছে বুড়ুল গ্রাম
শহিদ অনুরূপ চন্দ্র সেন ৷ বুড়ুল হাই স্কুলের অঙ্কের শিক্ষক ৷ মাস্টারদা সূর্য সেনের প্রধান সহকারী ৷ বুড়ুলের যুব সম্প্রদায়কে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য ৷ আজ স্বাধীনতার 75 বছরে কেমন আছে বুড়ুল ? কোথাও কী রয়েছে বৈপ্লবিক কার্যকলাপের সেসব চিহ্ন ?
5.Independence Special : ব্রিটিশ পুলিশের গুলিতে 32 জন শহিদ হন কর্নাটকের জালিয়ানওয়ালাবাগে
কংগ্রেস যেখানেই কোনও কর্মসূচি নিয়েছে, সেখানেই তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছে ৷ পতাকাকে স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে ব্যবহার করা হত ৷ ব্রিটিশদের নিষেধাজ্ঞা সত্ত্বেও মান্ড্যর শিবপুরে তেরঙ্গা পতাকা তুলতে সফল হয়েছিল ৷