পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় সন্ধে 7 টা
টপ নিউজ় সন্ধে 7 টা

By

Published : Sep 3, 2021, 7:05 PM IST

1.Kerala Exams Paused : করোনা পরিস্থিতি উদ্বেগের, কেরালার ইলেভেনের পরীক্ষা স্থগিত করল সুপ্রিম কোর্ট

কেরালার (Kerala) করোনা (Coronavirus) পরিস্থিতি উদ্বেগের ৷ দাবি সুপ্রিম কোর্টের (Supreme Court) ৷ সেই কারণে কেরালার একাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত (Kerala Class 11 Exams) রাখার সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত ৷

2.Visva-Bharati : হাইকোর্টের নির্দেশে উপাচার্যের বাসভবনের সামনে থেকে অবস্থান সরালো পুলিশ

অবস্থান মঞ্চ বিশ্বভারতীর চত্বর থেকে 50 মিটার দূরে সরিয়ে দেওয়া হয় ৷ এছাড়া, সিসিটিভি ক্যামেরাগুলি সচল করার জন্য বলা হয় পুলিশের তরফে ।

3.Sidharth Shukla's funeral: সিদ্ধার্থকে শেষবিদায় বিধ্বস্ত প্রেমিকা শেহনাজের, ভাইরাল ভিডিয়ো

সিদ্ধার্থ শুক্লার শেষকৃত্যে (Sidharth Shukla's funeral) বিধ্বস্ত অবস্থায় দেখা গেল শেহনাজ গিলকে (Shehanaz Gill) ৷ গাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরোতে দেখা যায় তাঁকে ৷ তিনি ছাড়াও অন্যান্য তারকারাও শেষ শ্রদ্ধা জানান বিগ বস 13 বিজেতাকে ৷

4.Dada ke Bolo : ত্রিপুরায় বিজেপির ‘দাদাকে বলো’, কটাক্ষ তৃণমূলের

আগামী 6 সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ‘দাদাকে বলো’ কর্মসূচি ৷ 1905 হেল্পলাইন নম্বরে ফোন করে জানানো যাবে নিজেদের সমস্ত সমস্যা ৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের তরফে সাধ্যমতো সেই সমস্যা মেটানোর চেষ্টা করা হবে ৷ ত্রিপুরায় বিজেপির এই কর্মসূচিকে বাংলার ‘দিদিকে বলো’র নকল বলে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের ৷

5.Taliban : চিন-রাশিয়াই গুরুত্বপূর্ণ সহযোগী, জানিয়ে দিল তালিবান

চিন ও রাশিয়াকে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে মনে করছে আফগানিস্তানের তালিবান ৷ অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে দেশের খনি থেকে তামা বিক্রি করবে তারা ৷

6.Covid Vaccination : রাজ্যে শুরু হল গর্ভবতী এবং 12 বছরের নিচের বাচ্চার মায়েদের ভ্যাকসিনেশন

গর্ভবতী মহিলা এবং 12 বছরের নিচের বাচ্চা রয়েছে এমন মায়েদের বিশেষ ক্যাম্প করে ভ্যাকসিন দিচ্ছে সরকার ৷ করোনার তৃতীয় ঢেউয়ের যে আশঙ্কা তৈরি হয়েছে, সেখানে বাচ্চাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ৷ এই পরিস্থিতিতে বাচ্চাদের সংক্রমণের হাত থেকে বাঁচাতে মায়েদের ভ্যাকসিনেশন শুরু করেছে রাজ্য সরকার ৷

7.Calcutta High Court : অবমাননার দায়ে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে আর্থিক জরিমানা হাইকোর্টের

আদালত জানিয়েছে, জরিমানার টাকা প্রাথমিক শিক্ষা বোর্ডের তহবিল থেকে দেওয়া যাবে না । সভাপতি নিজে মামলাকারী 19 জন পরীক্ষার্থীর প্রত্যেককে কুড়ি হাজার টাকা করে দেবেন ।

8.Eng vs Ind : হেডিংলিয়ের পর লন্ডন, পিচের মাঝে চলে গেলেন জারভো 69

হেডিংলিয়ের পর এবার লন্ডনের ওভালেও মাঠে ঢুকে পড়লেন ব্রিটিশ সমর্থক ড্যানিয়েল জার্ভিস ওরফে জারভো সিক্সটি নাইন ৷ চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে 34তম ওভার শুরুর সময় মাঠে ঢোকে জারভো ৷

9.Supreme Court : পুলিশের ডিজি নিয়োগে ইউপিএসসির ভূমিকার বিরোধিতা, রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আদালত সূত্রে খবর, পুলিশের ডিজি নিয়োগে ইউপিএসসির ভূমিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার ৷ সেই আবেদন শুনতেই রাজি হল না শীর্ষ আদালত ৷

10.Investment Possibility : চলতি বছরে বঙ্গে নতুন বিনিয়োগের সম্ভাবনা ক্ষীণ

কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেডের সাম্প্রতিক রিপোর্ট বলছে, বছরের প্রথম দুই মাসে নতুন বিনিয়োগ প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details