পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় সন্ধে 7 টা
টপ নিউজ় সন্ধে 7 টা

By

Published : Jul 5, 2021, 7:16 PM IST

1.বিজেপির কর্মসূচিকে উত্তপ্ত করার দায় পুলিশের ঘাড়ে চাপালেন দিলীপ

আজ বিজেপির কলকাতা পুরনিগম ঘেরাও কর্মসূচি ছিল ৷ সেই কর্মসূচি শান্তিপূর্ণ ছিল বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ৷ ওই কর্মসূচিকে উত্তপ্ত করার দায় তিনি পুলিশের ঘাড়ে চাপালেন ৷

2.আমন্ত্রণ পেলেই নয়, আগে খোঁজ নিয়ে যোগ দিন, বিধায়ক-নেতাদের বার্তা টিম অভিষেকের

যে কোনও অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে দলের নেতা-মন্ত্রীদের সতর্ক করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । সোমবার বিধানসভা ভবনে রীতিমতো বৈঠক ডেকে এই সতর্কবার্তা দেন তিনি ।

3.মহার্ঘ জ্বালানি, 11-12 ধর্নায় তৃণমূল; এবারও ভার্চুয়াল একুশে

তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কথা বলেছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর কথা হয়েছে । সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গতবারের মতো এবারও ভার্চুয়ালিই আয়োজিত হবে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ ।

4.পেট্রলের সেঞ্চুরির পর দাম কমানোর দাবিতে মোদিকে চিঠি মমতার

সোমবার কলকাতায় পেট্রলের দাম 100 পেরিয়েছে বলে খবর ৷ দেশের বেশ কয়েকটি রাজ্যে আগেই পেট্রলের দাম 100 ছাড়িয়েছে ৷ গত কয়েকদিনে সেই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গেও ৷

5.private bus fare : এখনই বাড়ছে না বেসরকারি বাসের ভাড়া, কড়া বার্তা নবান্নের

এখনই বাড়ছে না বেসরকারি বাসের ভাড়া ৷ সোমবার নবান্নের তরফ থেকে একথা জানিয়ে দিয়েছেন রাজ্য়ের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ৷ এদিন বাসমালিকদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য়ের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ বাস মালিকদের প্রতি তাঁর বার্তা, আগে রাস্তায় বাস পরিষেবা স্বাভাবিক হোক, তারপর ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা করা যাবে ৷ মালিক পক্ষ অবশ্য অবিলম্বে এই বিষয়ে সরকারের পদক্ষেপ দাবি করেছে ৷

6.চিকিৎসার খরচ নেই, মানসিক ভারসাম্যহীন ছেলেকে সামলাতে ভরসা শিকলই

দিনমজুর বাবা মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসা করাতে পারেন না টাকার অভাবে ৷ ছাড়া থাকলে প্রতিবেশীদের বাড়ি গিয়ে জিনিসপত্র ভাঙচুর করে ৷ তাই শিকল দিয়ে বেঁধে রাখা ছাড়া উপায় নেই ৷ ছেলেকে সুস্থ করতে সরকারি সাহায্যের আশায় রয়েছেন রায়গঞ্জের সীসগ্রামের দুস্থ দম্পতি ৷

7.এক্সক্লুসিভ : বিহারে দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, অভিযোগ তেজস্বীর

রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব ইটিভি ভারতের পাটনার ব্যুরো চিফ অমিত বেহলারিকে দেওয়া সাক্ষাৎকারে বিহার ও জাতীয় রাজনীতি নিয়ে নানা মন্তব্য করেছেন ৷ বিহার বিধানসভার বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও আক্রমণ করেছেন ৷

8.মারা গেলেন এলগার পরিষদ মামলায় অন্যতম অভিযুক্ত সমাজকর্মী স্ট্যান স্বামী

মারা গেলেন এলগার পরিষদ ও মাওবাদী যোগসাজশ মামলায় অভিযুক্ত ধর্মগুরু তথা সমাজকর্মী স্ট্য়ান স্বামী ৷ সোমবার দুপুরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি ৷ করোনা পরবর্তী সমস্যা এবং পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন তিনি ৷

9.Ajay River : কোপাইয়ের পর অজয়েও জমি মাফিয়াদের দৌরাত্ম্য, প্রতিবাদ নাট্যকর্মীদের

দখল হয়ে যাচ্ছে কোপাই নদী (Kopai River) ৷ তার খবর ইটিভি ভারত প্রকাশ করে ৷ এবার দেখা যাচ্ছে অজয় নদেরও (Ajay River) একই অবস্থা ৷ বীরভূমের ইলামবাজার লাগোয়া দ্বারন্দা, শ্রীচন্দ্রপুর এবং পাশ্ববর্তী এলাকায় অজয়ের পাড়ে পিলার পুঁতে চলছে দখল ৷ নাটকের মাধ্যমে তারই প্রতিবাদে নেমেছে বীরভূম ব্লসম থিয়েটার ৷ আদিবাসী মানুষজনকে সঙ্গে নিয়ে নদের পাড়েই নাটক পরিবেশন করেছেন তাঁরা ৷

10.প্রাক্তন রেলকর্মীর তৈরি অভিনব ডিভাইসে বন্ধ হবে চুরি, ধরা পড়বে চোরও

আসানসোলের রূপনারায়ণপুরের বাসিন্দা স্নেহাশিস দে । পূর্ব রেলের প্রাক্তন কর্মী । অবসর নেওয়ার পর বাড়িতেই নানা আবিষ্কারের নেশায় মেতে থাকেন । তিনি এক যন্ত্র আবিস্কার করেছেন । যা দিয়ে নাকি চুরি রুখে দেওয়া যাবে এবং চোরও ধরা পড়ে যাবে । কি এই যন্ত্র? জানুন তাহলে..

ABOUT THE AUTHOR

...view details