পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ৷

টপ নিউজ় সকাল 11 টা
টপ নিউজ় সকাল 11 টা

By

Published : Jun 23, 2021, 11:05 AM IST

1.বাড়ল দৈনিক সংক্রমণ, 82 দিনে সর্বনিম্ন সক্রিয় আক্রান্তের সংখ্যা

গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 50 হাজার 848 জন ৷ তবে কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ দেশে শেষ 82 দিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন ৷

2.ড্র নাকি জয়...ষষ্ঠ দিনে কীসের জন্য এগোবে ভারত ?

বৃষ্টির কারণে প্রথম এবং চতুর্থ দিনের খেলা না হওয়ায়, রিসার্ভ ডে তে খেলা পৌঁছেছে ৷ ষষ্ঠ দিনে ভারত কী জয়ের জন্য এগোবে, নাকি ট্রফি ভাগ করেই খুশি থাকবে কোহলি বাহিনী ? এবিষয়ে ভারতীয় পেস বোলার মহম্মদ শামির কথায়, ভারত প্রথমে সাবধানেই খেলবে এবং যথেষ্ট রান স্কোর বোর্ডে তুলে নিতে চাইবে ৷

3.শরদ পাওয়ারের বাড়িতে বাম-তৃণমূল সহ আট দলের বৈঠক, তবু তৃতীয় ফ্রন্টে রাখঢাক

শরদ পাওয়ারের বাড়িতে পিকে-র সঙ্গে বৈঠক ঘিরে তৃতীয় ফ্রন্টে তৈরির জল্পনা ছড়িয়েছিল ৷ তা উড়িয়ে দেন স্বয়ং পিকে ৷ গতকাল আটটি দল মিলিত হলেন এনসিপি প্রধানের বাড়িতে ৷ তাও দাবি এটা নাকি রাজনৈতিক বৈঠক নয় ৷

4.বেহালায় সুরের মূর্ছনা ছড়ানো ভগবানের পাশে দাঁড়ালেন রাজ

দরিদ্র প্রতিভাবান বেহালা বাদক ভগবান মালির পাশে রাজ চক্রবর্তী ৷ তাঁর থাকার ব্যবস্থা করলেন ৷ তাঁর রুজি রোজগারের প্রতিশ্রুতি দিলেন পরিচালক তথা তৃণমূল এই বিধায়ক ৷

5.বছর-শেষে ডানা মেলবে জেট এয়ারওয়েজ়ের উড়ান

019-এর এপ্রিলে বন্ধ হয়ে গিয়েছিল জেট এয়ারওয়েজ় বিমান সংস্থা ৷ 8 হাজার কোটি টাকা দেনা ছিল ব্যাঙ্কে ৷ কিন্তু দু'বছর পর সেই ধাক্কা কাটিয়ে তৈরি হচ্ছে বিমান সংস্থাটি ৷ হয়ত এ বছরের শেষে চালু হবে জেট এয়ারওয়েজ 2.0 ৷

6.Mithali Raj Biopic : সাবাশ মিঠু-র পরিচালনার দায়িত্ব পেলেন সৃজিত

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের (Mithali Raj) বায়োপিক সাবাশ মিঠু ৷ ছবির শুটিং চলাকালীনই মাঝপথে পরিচালনার দায়িত্ব ছাড়লেন রাহুল ঢোলাকিয়া ৷ এখন এই ছবির নতুন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ৷

7.Separate Statehood : বিজেপি সাংসদদের বিরুদ্ধে থানায় তৃণমূল ছাত্র পরিষদ

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত রাজ্য করার দাবি করেছেন ৷ অন্যদিকে বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-ও জঙ্গলমহলের জন্য এই একই দাবি করেছেন ৷

8."আমার বাড়ির ছাদে পৃথক রাজ্য চাই", ফেসবুকে ভাইরাল শ্রীজাতর বঙ্গভঙ্গ বিরোধী কবিতা

গেরুয়া শিবিরের তিন নেতার বাংলা ভাগের অবদারকে কটাক্ষ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কবিতা পোস্ট করেছেন কবি ও গীতিকার শ্রীজাত ৷ 'রাজধানী' শিরনামের গোটা কবিতায় বাংলা ভাগের প্রস্তাবকে নিন্দা করা হয়েছে রীতিমতো চড়া সুরে ৷

9.Dilip Ghosh : সাংসদদের পৃথক রাজ্যের দাবি নাকচ দিলীপের, দলের সিদ্ধান্ত মানার নির্দেশ

জন বারলা (John Barla) এবং সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) পৃথক রাজ্যের দাবি নাকচ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । দলের সিদ্ধান্ত মেনে চলার নির্দেশ দিলেন তিনি ৷

10.WTC Final : 32 রানে এগিয়ে ভারত, বুধে কি ফয়সালা ?

নিউজ়িল্যান্ডের ইনিংসে এদিন অর্ধশতরান হাতছাড়া করেন কেন উইলিয়ামসন (49) ৷ রস টেলার আউট হন ব্যক্তিগত 11 রানের মাথায় ৷ দুরন্ত ডেলিভারিতে শামি ফেরান বিজে ওয়াটলিংকে ৷

ABOUT THE AUTHOR

...view details