মেষ: দিনের প্রথম ভাগটি টাকা-পয়সা সংক্রান্ত ব্যাপারে বিভ্রান্তিতে কাটবে ৷ চিন্তা ও খরচ নিয়ে কাটবে ৷ আর দ্বিতীয় ভাগে জীবন ও আর্থিক বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে । ব্যবসায়ীদের জন্য আজ একটি লাভজনক দিন । মধ্যাহ্নভোজের পরে আপনাকে কোনও অস্বাভাবিক পরিস্থিতি সামলাতে হতে পারে । দিনের দুই ভাগে আপনার দুইরকম অভিজ্ঞতা হবে। মধ্যাহ্নভোজের পরে কাজের গতি বেড়ে যাবে ৷ ফলে আপনার মেজাজও ভালো হয়ে যাবে ।
বৃষ: যদি গার্হস্থ্য বিষয়ে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হন ৷ তবে সেগুলো আজ বাছাই করা হবে । যে কোনও কাজ আজ প্রথম শুরু করলে তার সাফল্য পাওয়ার সম্ভাবনা সর্বাধিক । অংশীদারী কারবার লাভজনক হবে। বৃহত্তর প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত এবং সুকৌশলী জোট কর্পোরেট জগতের খ্যাতি বৃদ্ধি করবে ৷ একটি পেশাদারী সম্পর্ককে দৃঢ়তর করে তুলবে। ছোটখাটো বিষয়ে আপনি তিতিবিরক্ত হয়ে উঠবেন আজ। একই সময়ে অনেকগুলো কাজে জড়াতে বারণ করা হচ্ছে ।
মিথুন: অর্থাগম নিয়ে আপনি খুবই খুশি থাকবেন ৷ কাজেই সন্ধ্যাবেলা হয়ত আপনি উদ্যোগ নিয়ে বন্ধুবান্ধবদের ফোন করবেন । যে কোনও পেশাগত পরিবর্তন মেনে নিতে আপনি প্রস্তুত । ভবিষ্যতে এই পরিবর্তনগুলি থেকে আপনি অনেক উপকার পাবেন । আপনার প্রতিদ্বন্দ্বীরা হয়ত এই পরিবর্তনের গুরত্ব বুঝতে বা ধরতে পারবেন না ৷ কিন্তু পরিবর্তনগুলি আঁকড়ে ধরার জন্য এটিই সঠিক সময় ৷ যা কিনা আপনার লক্ষ্য অর্জনে আপনাকে সাহায্য করবে ।
কর্কট:এই শুভ দিনে ভাগ্য আপনার সহায় থাকবে । এই পর্যায়ে আপনি হয়ত চাকরি থেকে ব্যবসার দিকে ঘুরে যাবেন ৷ কেননা নক্ষত্রের অবস্থানের কারণে এই পরিবর্তন ৷ নিস্ফল আলোচনায় আপনার বেশিরভাগ সময় ব্যয় হবে। যাই হোক, মধ্যাহ্নভোজনের পরে কাজগুলি আপনার অনুকূলে হওয়া শুরু করবে । স্বাভাবিকভাবেই আপনি ধৈর্য ধরে থাকবেন । কাজেই, আপনার তাড়াহুড়ো করা ঠিক হবে না। ভালো মন্দ দুই দিকই আপনার খতিয়ে দেখা উচিত । আপনার শক্তিশালী সহজাত বোধের জন্য আপনি সমাদৃত হবেন।
সিংহ: আপনার আর্থিক অবস্থান নিয়ে আপনি একটু চিন্তিত থাকবেন। যদিও, দিন এগোনোর সঙ্গে সঙ্গে আপনার মানসিকতার পরিবর্তন দেখা যাবে । আর্থিক বিষয় নিয়ে আপনি আগের থেকে বেশি আত্মবিশ্বাসী বোধ করা শুরু করবেন । আপনার পরিশ্রম ও নিয়মানুবর্তিতার ফল উপভোগ করবেন । সামাজিক ও আর্থিক ক্ষেত্রে লক্ষণীয় সাফল্য পাবেন । আপনি এই সুযোগের সদ্ব্যবহার করতে চাইবেন। ছোট পেশাগত সফর বিশেষ উপকার করবে ।
কন্যা:প্রেম জীবনও আজ ভালো কাটবে ৷ আপনার উপরে থাকা অতিরিক্ত দায়িত্বগুলি হ্রাস পাবে ৷ আপনার নিজের জীবনসঙ্গীর ভালো থাকা নিয়ে সচেতন হওয়া উচিত । পেশাগত জীবনের ক্ষেত্রে, সাম্প্রতিকালে আপনি একটি হতাশাব্যঞ্জক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন । যে-কোনও ক্ষেত্রে সাফল্য আপনার জীবনে আসবেই । আপনার বাস্তববাদী মানসিকতা আপনাকে সহজেই অফিসের সমস্যা মেটাতে সাহায্য করবে । সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা ভালো ৷ একটি অপরিকল্পিত অফিসের ট্রিপ আপনার সময়পঞ্জিকে কিছুটা বিরক্ত করতে পারে ।