কলকাতা, 24 সেপ্টেম্বর :চব্বিশের লোকসভা নির্বাচনের (General Election 2024) আগে যতটা সম্ভব জাতীয়স্তরে সংগঠন বিস্তারে মন দিয়েছে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) ৷ দেশের ছোট ছোট রাজ্যগুলিই দলের প্রাথমিক লক্ষ্য ৷ সেই মোতাবেক, ইতিমধ্যেই অসম, ত্রিপুরা, মণিপুরে একাধিক সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) দল ৷ আর এই কাজের নেতৃত্বে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ তৃণমূল সূত্রে খবর, কোন পথে, কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সংগঠনের কাজ, সেই বিষয়ে ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং দলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন অভিষেক ৷ আর তারপরই গোয়ায় তৃণমূলের সংগঠন শুরু করার সম্ভাবনা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে ৷ হাওয়া বুঝতে মাঠে নামানো হয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাককে (I-PAC) ৷
আরও পড়ুন :Tripura : ত্রিপুরায় বিপ্লব দেব ভয়ে কাঁপছে, কটাক্ষ অভিষেকের
গোয়ায় পরবর্তী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে 2022 সালে ৷ সেকথা মাথায় রেখে আগেভাগেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বাংলার শাসকদল ৷ ছোট্ট এই রাজ্যে মাত্র 40টি বিধানসভা আসন রয়েছে ৷ আগামী বছর ফেব্রুয়ারি মাস নাগাদ এখানে নির্বাচন হওয়ার কথা ৷ 2017 সালের বিধানসভা ভোটের ফল পর্যালোচনা করলে দেখা যায়, এই রাজ্যে গত বিধানসভা ভোটে কংগ্রেস পেয়েছিল 17টি আসন এবং বিজেপি পেয়েছিল 14টি আসন ৷ তা সত্ত্বেও অন্য দল ভাঙিয়ে মসনদ দখল করে বিজেপি ৷ যদিও ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, বিজেপির এই পদক্ষেপ ভালভাবে নেননি গোয়ার মানুষ ৷ অন্যদিকে, এই মুহূর্তে গোয়ায় কংগ্রেসের অন্দরেও শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে চাপা ক্ষোভ রয়েছে বলে দাবি সূত্রের ৷
এই রাজনৈতিক প্রেক্ষাপটকে কাজে লাগিয়েই আগামী বছর ফেব্রুয়ারিতে গোয়ার বিধানসভা নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে তৃণমূল কংগ্রেস ৷ ইতিমধ্যেই নিজেদের সাংগঠনিক শক্তি মজবুত করতে শুক্রবার গোয়া রওনা দিয়েছেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien) ৷ তাঁরা দু’জন আগামী 10 দিন গোয়ায় থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ৷ এই রাজ্যে তৃণমূলকে শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে তৈরি করাই দুই নেতার প্রধান লক্ষ্য ৷