পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Goa TMC : লক্ষ্য বাইশের বিধানসভা, গোয়ায় ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল

আগামী বছর গোয়া বিধানসভার ভোট ৷ সেই কথা মাথায় রেখেই ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ শুক্রবারই গোয়া রওনা দিয়েছেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ৷ গোয়ায় দলের সংগঠন গড়ে তোলা এবং তাকে মজবুত করাই দুই নেতার লক্ষ্য ৷

TMC sent Prasun Banerjee and Derek O'Brien to build up support in Goa
Goa TMC : লক্ষ্য বাইশের বিধানসভা, গোয়ায় ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল

By

Published : Sep 24, 2021, 3:28 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর :চব্বিশের লোকসভা নির্বাচনের (General Election 2024) আগে যতটা সম্ভব জাতীয়স্তরে সংগঠন বিস্তারে মন দিয়েছে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) ৷ দেশের ছোট ছোট রাজ্যগুলিই দলের প্রাথমিক লক্ষ্য ৷ সেই মোতাবেক, ইতিমধ্যেই অসম, ত্রিপুরা, মণিপুরে একাধিক সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) দল ৷ আর এই কাজের নেতৃত্বে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ তৃণমূল সূত্রে খবর, কোন পথে, কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সংগঠনের কাজ, সেই বিষয়ে ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং দলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন অভিষেক ৷ আর তারপরই গোয়ায় তৃণমূলের সংগঠন শুরু করার সম্ভাবনা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে ৷ হাওয়া বুঝতে মাঠে নামানো হয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাককে (I-PAC) ৷

আরও পড়ুন :Tripura : ত্রিপুরায় বিপ্লব দেব ভয়ে কাঁপছে, কটাক্ষ অভিষেকের

গোয়ায় পরবর্তী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে 2022 সালে ৷ সেকথা মাথায় রেখে আগেভাগেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বাংলার শাসকদল ৷ ছোট্ট এই রাজ্যে মাত্র 40টি বিধানসভা আসন রয়েছে ৷ আগামী বছর ফেব্রুয়ারি মাস নাগাদ এখানে নির্বাচন হওয়ার কথা ৷ 2017 সালের বিধানসভা ভোটের ফল পর্যালোচনা করলে দেখা যায়, এই রাজ্যে গত বিধানসভা ভোটে কংগ্রেস পেয়েছিল 17টি আসন এবং বিজেপি পেয়েছিল 14টি আসন ৷ তা সত্ত্বেও অন্য দল ভাঙিয়ে মসনদ দখল করে বিজেপি ৷ যদিও ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, বিজেপির এই পদক্ষেপ ভালভাবে নেননি গোয়ার মানুষ ৷ অন্যদিকে, এই মুহূর্তে গোয়ায় কংগ্রেসের অন্দরেও শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে চাপা ক্ষোভ রয়েছে বলে দাবি সূত্রের ৷

এই রাজনৈতিক প্রেক্ষাপটকে কাজে লাগিয়েই আগামী বছর ফেব্রুয়ারিতে গোয়ার বিধানসভা নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে তৃণমূল কংগ্রেস ৷ ইতিমধ্যেই নিজেদের সাংগঠনিক শক্তি মজবুত করতে শুক্রবার গোয়া রওনা দিয়েছেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien) ৷ তাঁরা দু’জন আগামী 10 দিন গোয়ায় থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ৷ এই রাজ্যে তৃণমূলকে শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে তৈরি করাই দুই নেতার প্রধান লক্ষ্য ৷

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারিতে বিধানসভা ভোটের আগেই গোয়ায় যেতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ অভিষেক বন্দোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, দেশজুড়ে পাকাপোক্ত সংগঠন গড়ে তুলতে চান তাঁরা ৷ ইতিমধ্যেই তৃণমূল সেই কাজ শুরু করে দিয়েছে ৷ বিজেপি-শাসিত ত্রিপুরায় নিজেদের অস্তিত্ব ভালই জানান দিচ্ছে ঘাসফুল শিবির ৷ এবার সেই কাজই গোয়াতেও শুরু করবে তারা ৷

সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দীর্ঘদিনের বিধায়ক লুইজিনহো ফালেরিও (Luizinho Faleiro) ৷ কংগ্রেসের এই প্রবীণ নেতা জাতীয় রাজনীতিতে পরিচিত নাম ৷ 2013 সাল থেকে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে কাজ করছেন তিনি ৷ এমনকী ত্রিপুরাতেও দলের দায়িত্ব সামলেছেন ৷ কংগ্রেসের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, 2017 সালে ভোটগণনার রাতেই তাদের ‘হাতে’ 21 জন বিধায়ক ছিলেন ৷ সরকার গড়ার জন্য চিঠি নিয়ে তৈরিও ছিলেন দলের রাজ্য নেতরা ৷ কিন্তু, বাধ সাধেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং (Digvijaya Singh) ৷ সেই সময় রাজ্যপালকে সরকার গঠনের দাবি জানিয়ে চিঠি দিতে দেননি তিনি ৷ এরপর থেকেই লুইজিনহো কংগ্রেসকে নিয়ে বিরক্ত ৷ রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, এই লুইজিনহোর হাত ধরেই আগামী দিনে এই রাজ্যে তৃণমূলের সংগঠন ফুলে, ফেঁপে উঠতে পারে ৷ ইতিমধ্যেই একঝাঁক কংগ্রেস নেতার তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷

আরও পড়ুন :TMC ASSAM : সুস্মিতা দেবের হাত ধরে অসমে ঘাসফুল ফোটানোর অভিযানে তৃণমূল

তবে, বর্তমানে গোয়ায় বিজেপি সংখ্যাগরিষ্ঠ শক্তি ৷ 40 আসনের গোয়া বিধানসভায় এখন বিজেপি-র আসন 27, কংগ্রেসের 5, গোয়া ফরোয়ার্ড পার্টির 3, ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির 1, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির 1 ও নির্দলদের হাতে 3টি আসন রয়েছে ৷ এই অবস্থায় তৃণমূল কংগ্রেস কতটা কার্যকরী শক্তি হয়ে উঠতে পারবে, তা নিয়ে প্রশ্ন করছেন অনেকেই ৷ প্রসঙ্গত, এগারোয় পশ্চিমবঙ্গে পালাবদলের পর 2012 সালেই প্রথমবার গোয়া অভিযানে গিয়েছিল তৃণমূল ৷ সেবার নির্বাচনে একটি আসনে প্রার্থীও দিয়েছিল দল ৷ কিন্তু সেবার শূন্য হাতেই ফিরতে হয় তৃণমূলকে ৷ সেক্ষেত্রে আগামী বিধানসভা নির্বাচনে গোয়ায় তারা খাতা খুলতে পারে কিনা, সেটাই এখন দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details