পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেজরিওয়াল-কন্য়ার সঙ্গে অনলাইনে প্রতারণায় গ্রেপ্তার 3

দিল্লির মুখ্য়মন্ত্রীর মেয়ের সঙ্গে অনলাইন প্রতারণার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তবে, ওই ঘটনায় মূল অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ ৷

three-people-are-arrested-by-the-delhi-police-for-duping-delhi-chief-minister-arvind-kejriwals-daughter
দিল্লির মুখ্যমন্ত্রীর কন্য়াকে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার 3

By

Published : Feb 15, 2021, 1:41 PM IST

দিল্লি, 15 ফেব্রুয়ারি : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার 3 প্রতারক ৷ প্রধান অভিযুক্ত বর্তমানে পলাতক ৷ গত 7 ফেব্রুয়ারি অনলাইনে পুরানো সামগ্রী বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হন হর্ষিতা কেজরিওয়াল ৷ তাঁর অ্যাকাউন্ট থেকে 34 হাজার টাকা গায়েব করে দেওয়া হয় ৷ সেই ঘটনায় দিল্লির সাইবার ক্রাইম বিভাগের পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ৷

হর্ষিতা কেজরিওয়াল একটি অনলাইন মার্কেটিং সংস্থার ওয়েবসাইটে তাঁর কিছু সামগ্রী বিক্রির জন্য ছবি তুলে বিজ্ঞাপন দিয়েছিলেন ৷ সেই বিজ্ঞাপন দেখে যুবক তাঁর সঙ্গে যোগাযোগ করে ৷ টাকা অনলাইনে দেওয়ার নাম করে, একটি বার কোড পাঠায় সে ৷ সেই বার কোড স্ক্যান করতেই দু’বারে হর্ষিতার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যায় ৷ এই ঘটনায় দিল্লির সিভিল লাইন থানার পুলিশ সাজিদ, কপিল এবং মানবেন্দ্রকে গ্রেপ্তার করেছে ৷ তবে প্রধান অভিযুক্ত, যে এই ই-কমার্স সাইটে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল, সে বর্তমানে পলাতক ৷

আরও পড়ুন : অনলাইন প্রতারণার শিকার কেজরিওয়াল-কন্যা

পুলিশ জানিয়েছে, ওই প্রতারক প্রথমবারে 20 হাজার টাকা ও পরে 14 হাজার টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেয় ৷

ABOUT THE AUTHOR

...view details