নয়াদিল্লি, 14 এপ্রিল: দিল্লি উচ্চ বিচার বিভাগের তিন আধিকারিককে দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে উন্নীত করা হচ্ছে ৷ গত বুধবারই তাঁদের নাম প্রস্তাব আকারে পেশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৷ সংশ্লিষ্ট কলেজিয়ামে রয়েছেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিশন কউল এবং বিচারপতি কে এম জোসেফ ৷ শুক্রবার তাঁরা বুধবারের প্রস্তাবটিকে ছাড়পত্র দেন ৷
যে তিনজনকে দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ করা হতে চলেছে, তাঁরা হলেন গিরীশ কাঠপালিয়া, ধর্মেশ শর্মা এবং মনোজ জৈন ৷ এদিন একইসঙ্গে এই প্রসঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) মতামতও প্রকাশ্য়ে আনে সংশ্লিষ্ট কলেজিয়াম ৷ প্রস্তাব আকারে পেশ করা তিনটি নাম নিয়ে তাদের কী মতামত, সেটাই জানতে চাওয়া হয়েছিল সিবিআইয়ের কাছে ৷ তার প্রেক্ষিতে নিজেদের মত জানিয়েছেন ওই সংস্থা ৷
গিরীশ কাঠপালিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট জাজমেন্ট এভোলিউশন কমিটির তরফে বলা হয়েছে, গিরীশ যে রায়গুলি লিখেছেন, সেগুলি অসামান্য (আউটস্ট্যান্ডিং) ৷ অন্যদিকে, তাঁর সম্পর্কে সিবিআইয়ের পর্যবেক্ষণ হল, গিরীশের পেশাদার এবং ব্যক্তিগত ভাবমূর্তি অত্যন্ত ভালো ৷ তাঁর সততা নিয়ে তাই কোনও প্রশ্ন তোলার অবকাশ নেই ৷ এর প্রেক্ষিতে কলেজিয়ামের বক্তব্য হল, তারা সবদিক বিবেচনা করে গিরীশকে পদোন্নতি দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে ৷ তাঁকে দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ করার ছাড়পত্র দেওয়া হচ্ছে ৷