পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিশাহীন বাজেট, কটাক্ষ কংগ্রেসের

এদিন লোকসভায় বাজেট পেশের পরই একের পর এক টুইট করেন কংগ্রেস নেতারা ৷ তাঁদের দাবি, এই বাজেট মধ্যবিত্তদের প্রত্যাশা পূরণে ব্যর্থ ৷

কংগ্রেস নেতৃত্ব
কংগ্রেস নেতৃত্ব

By

Published : Feb 1, 2021, 8:02 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : কেন্দ্রের বাজেটকে 'দিশাহীন' বলে কটাক্ষ কেংগ্রেস নেতৃত্বর ৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে অযোগ্য বলেও কটাক্ষ করতে ছাড়লেন না কংগ্রেস নেতারা ৷ এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশের পরই, বাজেটের সমালোচনা করেন কংগ্রেসের একাধিক নেতা ৷ টুইট করে কংগ্রেস নেতারা বাজেটের সমালোচনা করেন ৷ তাঁদের মতে, এই বাজেট মধ্যবিত্তদের প্রত্যাশা পূরণে ব্যর্থ ৷ সাধারণ মানুষের বিরোধী বাজেট বলেও কটাক্ষ করেন কংগ্রেস নেতারা ৷ এমনকী সরকার দেশে বেকারত্বের সমস্যা সমাধানে ব্যর্থ বলেও কটাক্ষ করেন কংগ্রেস নেতৃত্ব ৷

আরও পড়ুন : আত্মনির্ভর হওয়ার দিশা দেখছেন মোদি, 'শিল্পপতিদের বাজেট'; কটাক্ষ ইয়েচুরির

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটকে কটাক্ষ করে টুইট করেন কংগ্রেস নেতা শশী থারুর ৷ টুইটে তিনি লেখেন, "এই বিজেপি সরকার আমাকে সেই গ্যারেজ মেকানিকের কথা মনে করিয়ে দিল ৷ যিনি তাঁর মক্কেলকে বলেছিলেন, আমি তোমার গাড়ির ব্রেক ঠিক করতে পারব না ৷ তাই গাড়ির হর্ন বাড়িয়ে দিচ্ছি ৷"

এদিন বাজেট পেশের পরই টুইট করেন রাজ্যসভার বিরোধী দলের ডেপুটি লিডার আনন্দ শর্মা ৷ পোস্টে তিনি লেখেন, " 2021 সালের বাজেটটি হতাশাজনক ৷ কোনওরকম রোড ম্যাপ ছাড়াই বাজেট করা হয়েছে ৷ গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশা পূরণে ব্যর্থ এই বাজেট ৷ দেশ একটা দৃঢ় বাজেটের আশা করেছিল ৷ কিন্তু তা পায়নি ৷"

যদিও বিরোধীদের কটাক্ষকে আমল দিতে নারাজ বিজেপি নেতৃত্ব ৷ এদিন বাজেট পেশের ঠিক আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেন, "এমন বাজেট আগে কখনও হয়নি ৷ " দেশের প্রধানমন্ত্রী এই বাজেটের মাধ্যমে আত্মনির্ভর হওয়ার আশা দেখছেন ৷ অপরদিকে, 2021 সালের কেন্দ্রীয় বাজেট নিয়ে উচ্ছ্বসিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি বলেন, "যতই প্রশংসা করা হোক না কেন, তাও কম হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details