নয়াদিল্লি, 28 মে : পিছিয়ে গেল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের জনস্বার্থ মামলার শুনানি ৷ আজ সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, আগামী 31 মে মামলার শুনানি হবে ৷ সেই সঙ্গে পরীক্ষা বাতিল নিয়ে দায়ের হওয়া এই জনস্বার্থ মামলার কপি সিবিএসই বোর্ডের কাছেও পাঠাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷
করোনার সংক্রমণের কারণে স্কুল কলেজের পঠনপাঠন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে ৷ এই পরিস্থিতিতে যাতে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা বাতিল করা হয়, সেই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্ট একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন মমতা শর্মা নামে এক মহিলা ৷ তাঁর সেই মামলাটি আজ সুপ্রিম কোর্ট গৃহীত হয়েছে ৷ কিন্তু, সিবিএসই-র তরফে কেউ না থাকায় মামলার শুনানি আগামী সোমবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ৷