পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জোট সরকারে যাচ্ছে এনপিএফ, বিরোধীশূন্য নাগাল্যান্ড বিধানসভা

প্রসঙ্গত এখানে বলে রাখা দরকার, নাগাল্যান্ড বিধানসভার 60টি আসনের 20টিতে জয়লাভ করে এনডিপিপি ৷ বিজেপি পায় 12টি আসন ৷ বিজেপিকে সঙ্গে নিয়ে সরকার গড়ে এনডিপিপি ৷ যদিও জোটে এনপিএফ-র যোগ দেওয়ার বিষয়টি নিয়ে এখনও কোনও কথা বলেনি বিজেপি ৷ তবে যদি বিজেপি সরে আসে তাহলেও সরকার গঠন নিয়ে কোনও সমস্যায় পড়বে না এনডিপিপি ৷ কারণ ইতিমধ্যে 25 জন এনপিএফ বিধায়ক তাঁদের সঙ্গে যোগ দিয়েছে ৷

নাগা বিধানসভা
নাগা বিধানসভা

By

Published : Jul 20, 2021, 10:14 PM IST

কোহিমা, 20 জুলাই : বিরোধীশূন্য হতে চলেছে নাগাল্যান্ডের বিধানসভা ৷ সম্প্রতি বিরোধী দলের সমস্ত বিধায়ক পিপলস ডেমোক্রেটিক অ্যালায়েন্সের জোট সরকারে আসতে চলেছেন ৷ ফলে নাগাল্যান্ডের বিধানসভায় আর থাকবে না কোনও বিরোধী দল ৷

পাহাড়ি রাজ্যের বিরোধী দল ছিল নাগা পিপলস ফ্রন্ট বা এনপিএফ ৷ নাগাল্যান্ডের রাজনৈতিক স্বার্থে এনপিএফের 25 জন বিধায়কই ন্যাশানালিস্ট ডেমোক্রেটিক পোগ্রেসিভ পার্টি বা এনডিপিপি পরিচালিত জোট পিডিএ-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷

এনপিএফ দলের মুখপাত্র ও সাধারণ সম্পাদক এ কিকন বলেন, ‘‘ নাগা রাজনৈতিক বিষয়ে এনপিএফের অবস্থান প্রথম থেকেই স্পষ্ট ৷ নাগা রাজনৈতিক সমস্যা সমাধানে আমরা এখন ও অতীতেও সরকারের সঙ্গে ছিলাম ও আছি ৷ তাই এই বিরোধীশূন্য সরকার গঠনের চেষ্টা, যাতে করে আমরা দ্রুত সমস্যা সমাধান করতে পারি ৷ ’’

তিনি জানান, সম্প্রতি এনপিএফের বিধায়করা একটি বৈঠকে বসেন ৷ সেখানে নির্বাচিত বিধায়করা সর্বসম্মতভাবে বিরোধীশূন্য বিধানসভা নিয়ে একমত হন ৷ এবং পদক্ষেপটিকে সমর্থন করেন ৷

আরও পড়ুন : Pegasus Spyware : লুকোচুরি খেলতে দেব না, পেগাসাস নিয়ে বিক্ষোভ সমাবেশ তৃণমূল ছাত্র পরিষদের

প্রসঙ্গত এখানে বলে রাখা দরকার, নাগাল্যান্ড বিধানসভার 60টি আসনের 20টিতে জয়লাভ করে এনডিপিপি ৷ বিজেপি পায় 12টি আসন ৷ বিজেপিকে সঙ্গে নিয়ে সরকার গড়ে এনডিপিপি ৷ যদিও জোটে এনপিএফ-র যোগ দেওয়ার বিষয়টি নিয়ে এখনও কোনও কথা বলেনি বিজেপি ৷ তবে যদি বিজেপি সরে আসে তাহলেও সরকার গঠন নিয়ে কোনও সমস্যায় পড়বে না এনডিপিপি ৷ কারণ ইতিমধ্যে 25 জন এনপিএফ বিধায়ক তাঁদের সঙ্গে যোগ দিয়েছে ৷

তবে এবারই প্রথম নয় ৷ এর আগে 2015 সালেও নাগাল্যান্ড বিধানসভা বিরোধীশূন্য হয়েছিল ৷ সেবার কংগ্রেসের 8 জন বিধায়ক তৎকালীন শাসক এনপিএফে যোগ দেন ৷

ABOUT THE AUTHOR

...view details