সিধি (মধ্যপ্রদেশ), 16 ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশের সিধিতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কেন্দ্রের তরফে নিহতদের পরিবারকে 2 লাখ টাকা করে সহায়তার ঘোষণা করা হয়েছে ৷ আহতদের 50 হাজার টাকা করে দেওয়া হবে ৷ পাশাপাশি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও নিহতদের পরিবারকে 5 লাখ টাকা করে সাহায্য ঘোষণা করেছেন ৷ পাশাপাশি সিধিতে এই বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ৷
আজ সকালে মধ্যপ্রদেশের সিধি জেলায় রেওয়াগামী যাত্রীবাহী একটি বাস পটনা ব্রিজের কাছে সারদা খালে পড়ে যায় ৷ বাসটিতে 55 জন যাত্রী ছিলেন ৷ যার মধ্যে 7 জনকে জীবিত উদ্ধার করা গেলেও, 37 জনের মৃত্যু হয়েছে ৷ সিধির এই বাস দুর্ঘটনায় টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ লিখেছেন, ‘‘মধ্যপ্রদেশের সিধিতে ভয়াবহ বাস দুর্ঘটনা। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই ৷ স্থানীয় প্রশাসন সক্রিয়তার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে ৷’’ এরপর আর একটি টুইট করে প্রধানমন্ত্রী নিহতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেন ৷ সেখানে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে 2 লাখ টাকা এবং আহতদের 50 হাজার টাকা করে সাহায্য ঘোষণা করেন প্রধানমন্ত্রী ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকপ্রকাশ করে টুইট করেন ৷ তিনি লিখেছেন, ‘‘মধ্যপ্রদেশের সিধি জেলায় বাস দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক, আমি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কথা বলেছি ৷ স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধারকাজের জন্য সম্ভাব্য সব সহায়তা করছে। আমি নিহতদের গভীর সমবেদনা জানাচ্ছি এবং শীঘ্রই আহতদের দ্রুত সুস্থতার জন্য মঙ্গল কামনা করছি’’৷
আরও পড়ুন : মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, মৃত 37
অন্যদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও জেলা প্রশাসনের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছেন ৷ দুর্ঘটনাস্থানে তাঁর নির্দেশে দুই মন্ত্রী পৌঁছে গিয়েছেন ৷ তাঁরা উদ্ধারকাজের তদারকি করছেন ৷ এদিন শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, ‘‘সিদ্ধির দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে আমি প্রশাসন ও উদ্ধারকাজে নিযুক্ত লোকদের সাথে নিয়মিত কথা বলছি । মন্ত্রী শ্রী তুলসী সিলাওয়াত এবং শ্রী রামখেলাভান প্যাটেল তৎক্ষণাৎ ঘটনাস্থানে পৌঁছে গিয়েছেন ৷’’ আরও একটি টু্ইট করে তিনি গোটা ঘটনায় শোকপ্রকাশ করেন ৷ পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করেন তিনি ৷ সেখানে শিবরাজ সিং চৌহান লেখেন, ‘‘এই দুর্ঘটনায় আমাদের ভাই-বোনরা যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের প্রাথমিকভাবে 5 লাখ টাকা সহায়তা করা হবে ৷ আমার সবার কাছে আবেদন, ধৈর্য ধরুন ৷ শোকের এই মুহুর্তে আমি এবং রাজ্যের সব মানুষ আপনাদের সঙ্গে রয়েছে ।’’