তেজ়পুর, 14 মে : 2020 সালের মার্চ মাস থেকে শুরু ৷ কিন্তু এখনও পর্যন্ত করোনার প্রকোপ থেকে মুক্তি পায়নি দেশবাসী ৷ উল্টে দ্বিগুণ শক্তি বাড়িয়ে ফিরে এসেছে এই মারণ ভাইরাস ৷ প্রতিদিন দেশে প্রায় সাড়ে তিন লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে ৷ আর মৃত্যু তো পাল্লা দিয়ে বেড়েই চলেছে ৷ এই পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামোতেও ঘাটতি দেখা দিয়েছে ৷ বেড নেই, অক্সিজেনের অভাব, ভেন্টিলেটরের অভাবে রোগী মৃত্যু লেগেই আছে৷ একই অবস্থা অসমেরও ৷ এই পরিস্থিতি মোকাবিলায় এক অভিনব উদ্যোগ নিয়েছে তেজপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার বিভাগ ৷ করোনা রোগীদের সুবিধার্থে তারা একটি পোর্টেবল ভেন্টিলেটর তৈরির উদ্যোগ নিয়েছে ৷ এমনকি, অসম ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে, অধ্যাপক অপর্ণাকুমার পদ্মপতি বার্ষিক বৃত্তির অধীনে পোর্টেবল ভেন্টিলেটর তৈরির উদ্যোগকে 'সেরা উদ্ভাবনী চিন্তাধারা' হিসাবে ভূষিত করা হয়েছে ৷
মূলত, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অতিথি অধ্যাপক চিরঞ্জিত অধিকারী ও অতিথি অধ্যাপক ফিরদৌসা বেগমের যৌথ প্রচেষ্টায় এই প্রকল্পটির অধীনে চারজন ছেলে-মেয়ে কাজ করছে ৷ আর এর তদারকি করছেন বিভাগের প্রধান সৌমিক রায় ৷
প্রকল্পটির বিষয়ে অধ্যাপক সৌমিক রায় জানান, এই প্রকল্পের উদ্দেশ্য হল ভলিউম নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ "এমবিইউ ব্যাগ"-এর কাজটি স্বয়ংক্রিয় করে একটি পোর্টেবল যান্ত্রিক ভেন্টিলেটর তৈরি করা যা শ্বাস-প্রশ্বাস নিতে সাহায্য করবে ৷ উল্লেখ্য, এই এমবিইউ ব্যাগ হল একটি হ্যান্ড-হোল্ড যন্ত্র যা সাধারণত শ্বাস প্রশ্বাসে সমস্যা হওয়া রোগীদের শরীরে অক্সিজেন সরবরাহ করতে পারে ৷