কোটা, 28 অগস্ট:রাজস্থানের কোচিং হাব হিসেবে পরিচিত কোটায় ফের 2 পড়ুয়ার আত্মহত্যা ৷ রবিবার দুটি পৃথক ঘটনায় নিট-এর দুই জন পরীক্ষার্থী আত্মঘাতী হওয়ায় চলতি বছরে এখনও পর্যন্ত পড়ুয়ার আত্মহত্যার ঘটনা মোট ঘটল 22টি ৷ এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই জেলা প্রশাসন দুই মাসের জন্য কোচিং সেন্টারগুলিতে পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ জারি করেছে ।
পুলিশ জানিয়েছে, রবিবার বিকেল 3.15 নাগাদ আবিষ্কার শাম্বাজি কাসলে (17) জওহর নগরে তাঁর কোচিং ইনস্টিটিউটের বিল্ডিংয়ের ষষ্ঠ তলা থেকে ঝাঁপ দিয়েছেন ৷ ইনস্টিটিউটের তৃতীয় তলের একটি কক্ষে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার কয়েক মিনিটের মধ্যেই তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ ৷ কোটা জেলা প্রশাসন অধ্যয়নরত/আবাসিক শিক্ষার্থীদের পাশে মানসিক ভাবে দাঁড়ানোর প্রয়োজন উল্লেখ করে, আগামী দুই মাসের জন্য সব কোচিং সেন্টারের পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ।
ইনস্টিটিউটের কর্মীরা কাসলেকে একটি হাসপাতালে নিয়ে গেলেও পথেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন বিজ্ঞান নগরের সার্কেল অফিসার (সিও) ধর্মবীর সিং । মহারাষ্ট্রের লাতুর জেলার বাসিন্দা এবং দ্বাদশ শ্রেণির ছাত্র কাসলে তিন বছর ধরে নিট ইউজি-র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং তালওয়ান্দি এলাকায় তাঁর দাদুর সঙ্গে একটি ভাড়া ঘরে বসবাস করছিলেন ৷ সার্কেল অফিসার জানিয়েছেন যে, তাঁর বাবা-মা মহারাষ্ট্রের সরকারি স্কুলের শিক্ষক ।