শ্রীনগর, 4 মে: উপত্যকায় এনকাউন্টারে নিকেশ দুই লস্কর-ই-তইবা জঙ্গি ৷ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছে । এ নিয়ে কাশ্মীর জোন পুলিশ টুইটে লিখেছে, "দুই সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে ৷ তাদের সনাক্তকরণের কাজ চলছে ৷ একটি একে 47 রাইফেল এবং একটি পিস্তল-সহ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে ।" বারামুল্লা জেলার ওয়ানিগাম পায়েন ক্রিরি এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এমনই তথ্যের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে ৷ এই অভিযানে একটি একে 47 রাইফেল এবং একটি পিস্তল-সহ বেশ কিছু অস্ত্র, সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত জিনিসপত্র উদ্ধার হয় ৷
একজন পুলিশ কর্মী জানিয়েছেন, জঙ্গিরা নিরাপত্তা কর্মীদের উপর গুলি চালালে তল্লাশি অভিযান এনকাউন্টারে পরিণত হয় ৷ এখনও অভিযান চলছে বলেই খবর ৷ এর আগে বুধবার, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে দুই জঙ্গি নিকেশ হয় ৷ পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বুধবার সকালে কুপওয়ারা জেলার পিচনাদ মাচিল এলাকার কাছে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তাবাহিনীর মধ্যে একটি এনকাউন্টার শুরু হয় ৷ এনকাউন্টারে দুই জঙ্গির মৃত্যু হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে ভারতীয় সেনাবাহিনী এবং কুপওয়ারা পুলিশ একসঙ্গে কাজ করছে ৷