পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছত্তিশগড়ে ভোট পড়ল 67 শতাংশ, মধ্যপ্রদেশে 73; পরিসংখ্য়ান আরও বাড়বে, দাবি কমিশনের

মধ্যপ্রদেশের 230টি এবং ছত্তিশগড়ের 70টি বিধানসভা আসনের জন্য ভোট শুক্রবার সন্ধ্যা ছ'টায় শেষ হয়েছে ৷ বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া দুই রাজ্যে মোটের উপর ভোট শান্তিপূর্ণভাবে মিটেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷ ভোট সংক্রান্ত যাবতীয় নথিপত্র যাচাই করার পরই শনিবারের মধ্যে ভোট শতাংশের চূড়ান্ত পরিসংখ্যান জানা যাবে।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 10:47 PM IST

ভোপাল ও রায়পুর, 17 নভেম্বর: মধ্যপ্রদেশের 230টি বিধানসভা আসনের জন্য ভোট শুক্রবার সন্ধ্যা ছ'টায় শেষ হয়েছে ৷ তারপরও অবশ্য লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করার অনুমতি দিয়েছে কমিশন ৷ অন্যদিকে, ছত্তিশগড়েও বাকি 70টি আসনের ভোট গ্রহণ পর্ব এদিন সম্পন্ন হয়েছে ৷ বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া দুই রাজ্যে মোটের উপর ভোট শান্তিপূর্ণভাবে মিটেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷

নির্বাচন কমিশন সূত্রে শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এদিন সন্ধ্য়া ছ'টা পর্যন্ত ছত্তিশগড়ে 67.34 শতাংশ এবং মধ্যপ্রদেশে 73 শতাংশ ভোট পড়েছে ৷ পোল প্যানেল অবশ্য জানিয়েছে, অভ্যন্তরীণ অংশ-সহ সমস্ত ভোটকেন্দ্র থেকে রিপোর্ট পাওয়া গেলে ভোটের শতাংশ আরও বাড়তে পারে ৷ ভোটের সময় শেষ না হওয়া পর্যন্ত ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছন এবং তাদের ভোটাধিকার প্রয়োগেরও অনুমতি দেওয়া হয়েছিল ৷ কমিশন জানিয়েছে, ভোট সংক্রান্ত যাবতীয় নথিপত্র যাচাই করার পরই শনিবারের মধ্যে চূড়ান্ত পরিসংখ্যান জানা যাবে।

এদিন দ্বিতীয় দফায় ছত্তিশগড়ের মোট 70টি বিধানসভা আসনে ভোট হয়েছে ৷ অন্যদিকে, মধ্যপ্রদেশের 230টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মোট দুই হাজার 533 জন প্রার্থী ছিলেন যার মধ্যে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের রাজ্য সভাপতি কমল নাথ, ছাড়াও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভা সাংসদদের মতো হেভিওয়েটরাও ছিলেন। রাজ্যে 5.6 কোটিরও বেশি ভোটার ভোট দিয়েছেন ৷ কমিশনের এক আধিকারিক বলেন, "যদিও ভোট সন্ধ্যা 6টায় শেষ হয়েছে, তবে যারা লাইনে ছিলেন তাদের জন্য এটি আরও কিছু সময় দেওয়া হয়েছে ভোটদানের জন্য ৷" অন্যদিকে, এদিন ছত্তিশগড়ে ভোটগ্রহণ শেষে ভোট কর্মীদের নিয়ে নিরাপত্তারক্ষীরা ফেরার সময় আইডি বিস্ফোরণ হয় বলে খবর ৷ যার জেরে এক জওয়ান শহিদ হয়েছেন ৷ আহত হয়েছেন আরও দুই নিরাপত্তারক্ষী ৷

ছত্তিশগড়ে এদিন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, উপমুখ্যমন্ত্রী টিএস দেও, প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের ভাগ্য নির্ধারণ হয়েছে ৷ বালাঘাট জেলার বাইহার, লানঝি এবং পরসওয়াদা আসন বাদে সমস্ত বিধানসভা কেন্দ্রে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত ভোট হয়েছে ৷ অন্যদিকে, মান্ডলা জেলার বিচিয়া এবং মান্ডলা আসনের 55টি বুথ এবং ডিন্ডোরি জেলার 40টি ভোটকেন্দ্র যার সবকটিই মাওবাদী প্রভাবিত এলাকা বলে চিহ্নিত ছিল সেখানেও এদিন ভোটগ্রহণ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে কমিশন জানিয়েছে। তবে এইসব বুথে ভোটের সময় সকাল সাতটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ছিল ৷ অন্যদিকে, এদিন এক দফায় মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷ রাজ্যের 230টি বিধানসভা আসনের মধ্যে 47টি তফসিলি উপজাতি এবং 35টি তফশিলি জাতির জন্য সংরক্ষিত ৷ পাঁচ রাজ্যেরই ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী 3 ডিসেম্বর।

আরও পড়ুন

ঝাড়খণ্ড-ছত্তিশগড়ে দু'টি পৃথক হামলায় শহিদ দুই জওয়ান

মোদির বদলে জগনের ছবি দিয়ে প্রচার, অন্ধ্রে স্বাস্থ্য প্রকল্পের অর্থ বন্ধ কেন্দ্রের

ABOUT THE AUTHOR

...view details