কান্নুর, 30 নভেম্বর: পাহাড়ের কোলে আজব এক মন্দির ৷ যেখানে নৈবেদ্য থেকে প্রসাদ - সবই বই ৷ তবে ভক্তদের ক্ষেত্রে ধর্ম ও বর্ণের কোনও বাত-বিচার নেই ৷ সব ধর্মের মানুষের জন্য এই মন্দিরে অবারিত দ্বার ৷ এখানে জ্ঞানই হল ঈশ্বর ৷ কেরলের কান্নুরের বইয়ের মন্দির এককথায় অভিনব ৷
কান্নুর থেকে 58 কিমি দূরে পাহাড়ি গ্রাম চেরুপুঝার প্রপয়েল । সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ছোট ছোট পাহাড় পেরোলেই দেখা যাবে একটি বড় পাথরের উপরে নবপুরম মাতাথিথা মন্দির । এটি কোনও বিশেষ ধর্মের মন্দির নয় ৷ কাকোটের পূর্বের এই মন্দিরটি আসলে জ্ঞানের মন্দির । এখানে নৈবেদ্য থেকে শুরু করে প্রসাদ সবই বই । পুজো ও প্রার্থনা জ্ঞানের সঙ্গে সম্পর্কিত । সে কথা মাথায় রেখেই তৈরি এই মন্দির, যেখানে দেশের নানা বিরল গ্রন্থ রাখা আছে ৷
চেরুপুঝা পিয়েন্স কলেজের শিক্ষক মাস্টার প্রপয়েল নারায়ণন এই মন্দিরের স্তম্ভ । ছাত্রাবস্থা থেকেই চিঠির প্রতি নারায়ণনের ভালোবাসা তাঁর মধ্যে এই উপলব্ধি আনে যে, জ্ঞানই ঈশ্বর । ব্রেনান কলেজে অধ্যয়নরত সময়ে তাঁকে বই ও চলচ্চিত্র বিশেষ ভাবে টানে ৷ তারই ফলস্বরূপ 30 বছর আগে একটি শক্তিশালী সাংস্কৃতিক সমিতির সঙ্গে তিনি যুক্ত হন ৷ সেই সংগঠন বই নিয়ে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী পরিচালনা করে । কিন্তু আর্থিক অনটনের কারণে তা বন্ধ হয়ে যায় ।
কিন্তু নারায়ণন তাঁর স্বপ্ন ছাড়তে রাজি ছিলেন না । এটি একটি স্বপ্ন ছিল যা তাঁর মধ্যে ধীরে ধীরে বড় হতে থাকে ৷ এর পর পাহাড়ের ধারে দুই একর জমিতে সেই স্বপ্নকে বাস্তব রূপ দেন তিনি ৷ মন্দিরটি 2021 সালের অক্টোবরে খোলা হয় ৷ মন্দিরে প্রবেশের হলঘরে রয়েছে প্রায় 5000টি বই ৷ সিঁড়ি বেয়ে 30-ফুট লম্বা বিশালাকার পাথরের শীর্ষে গেলে কংক্রিটের তৈরি বইয়ের মন্দিরে পৌঁছে যাবেন ৷ সেখানে কয়েকটি বাক্য লিপিবদ্ধ করা হয়েছে । "জ্ঞান হল ঈশ্বর । ধর্ম হল বিস্তৃত চিন্তা ও যুক্তির ক্ষমতা । নম্রতার সঙ্গে প্রজ্ঞাই হল পথ ৷ আসুন প্রার্থনা করি এবং দেবতার সামনে প্রণাম করি ।"