হায়দরাবাদ, 14 জুলাই: একশো বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত তেলেঙ্গানা ৷ একাধিক নদী প্লাবিত হওয়ায় ভেসে গিয়েছে বহু এলাকা ৷ চরম হয়রানির মধ্যে দিন কাটাচ্ছেন বহু মানুষ ৷ টানা বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে জয়শঙ্কর ভুপালাপাল্লি জেলার পালিমেলা এলাকা ৷ অন্য কয়েকটি জায়গার অবস্থাও প্রায় একইরকম ৷ হায়দরবাদ-সহ কয়েকটি শহরের যানচলাচল ব্যাহত হয়েছে (Telangana received record breaking rainfall) ৷ জলমগ্ন হয়ে পড়ায় বহু রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিতে হয়েছে ৷ নির্মল জেলায় বাড়ি ভেঙে ইয়েদুলা চিন্নায়া নামে এক বৃদ্ধের মৃত্যুও হয়েছে । জলের তলায় চলে গিয়েছে নিজামাবাদ জেলার 27 হাজার একরেরও বেশি কৃষি জমি ৷ বৃষ্টি এবং জমা জলে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু বাড়ি ৷ রাজ্যের মন্ত্রী এরাবেলি দয়াকর জানিয়েছেন, বিভিন্ন জেলার কয়েক হাজার গ্রামে পরিশুদ্ধ পানীয় জল পাঠানো হচ্ছে ৷ পাশাপাশি প্রশাসনের আধিকারিকদের সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ৷
গত তিনদিন ধরে চলা পরিস্থিতির পরিবর্তন হয়নি বুধবারও ৷ সামগ্রিকভাবে জয়শঙ্কর জেলার পরিস্থিতি বেশ ভয়াবহ ৷ পালিমেলা এলাকা বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি জলের তলায় চলে গিয়েছে বহু কৃষি জমি ৷ প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা ৷
বৃষ্টিতে বিপর্যস্ত তেলেঙ্গানা আরও পড়ুন: সংসদে বিরোধীদের কণ্ঠে বেড়ি, নিষিদ্ধ শব্দগুচ্ছ টুইট করে আক্রমণ মহুয়ার
স্থানীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে ইতিমধ্যেই কৃষকদের বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে ৷ রেকর্ড বৃষ্টিতে প্লাবিত হয়েছে তফশিলি গ্রামও ৷ বহু জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে ৷ বহু বাড়ির দেওয়ালও ভেঙে পড়েছে বলে খবর ৷ 1500 মানুষকে নীচু এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে ৷ একইসঙ্গে 15টি আশ্রয় কেন্দ্র তৈরি করেছে প্রশাসন ৷ আলিবাদ জেলার কমবেশি 30টি জায়গার ট্র্যাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে ৷ ক্ষতিগ্রস্থ হয়েছে উড়ালপুলও ৷ অনেক জায়গায় ভেঙে গিয়েছে সেতুতে ওঠার রাস্তাও ৷
পরিস্থিতি এমনই যে গোদাবরী নদীও যে কোনও সময় প্লাবিত হতে পারে ৷ আর তা হলে ভয়াবহ বন্যা হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন ৷ পরিস্থিতি যাতে কোনওভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য তৎপর প্রশাসন ৷ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে এসেছেন মন্ত্রী পুভাদা অজয় কুমার ৷ এই ভয়াবহ পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী এরাবেলি দয়াকর জানিয়েছেন, বিভিন্ন জেলার প্রায় 2 হাজার 222টি গ্রামে পরিশুদ্ধ পানীয় জল পাঠানোর ব্যবস্থা হয়েছে ৷ পাশাপাশি প্রশাসনের আধিকারিকদের সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ৷