পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাল থেকে 10 দিনের সম্পূর্ণ লকডাউন তেলাঙ্গানায়

মঙ্গলবার দুপুরে আগামী 10 দিনের জন্য় তেলেঙ্গানায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার ৷ সকাল 6টা থেকে 10টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দোকানকে ছাড় দেওয়া হবে ৷ আগামী জুন থেকে 18 বছরের বেশি বয়সীদের জন্য তেলাঙ্গানা সরকার করোনার টিকাকরণ চালু করতে পারে বলেও জানা গিয়েছে ৷

সম্পূর্ণ লকডাউন তেলেঙ্গানায়
সম্পূর্ণ লকডাউন তেলেঙ্গানায়

By

Published : May 11, 2021, 2:50 PM IST

Updated : May 11, 2021, 3:52 PM IST

হায়দরাবাদ, 11 মে : তেলাঙ্গানা সরকার 12 মে বুধবার থেকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল ৷ এই লকডাউন ঘোষিত হয়েছে আগামী 10 দিনের জন্য ৷ মঙ্গলবার দুপুরে সরকারি ভাবে জানানো হয় যে, আগামী দশ দিন সকাল 6 টা থেকে 10টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দোকানকে শুধু ছাড় দেওয়া হবে ৷

বিশেষ সূত্রে জানা গিয়েছে, আগামী জুন থেকে 18 বছরের বেশি বয়সীদের জন্য তেলাঙ্গানা সরকার করোনার টিকাকরণ চালু করতে পারে ৷ এর জন্য মন্ত্রিসভা কোভিড -১৯ টিকা কেনার জন্য আন্তর্জাতিক টেন্ডার ডাকার সিদ্ধান্ত নিয়েছে ।

এদিন লকডাউন ঘোষণার আগে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দফতর থেকে জানানো হয়, কিছু রাজ্য লকডাউন ঘোষণা করার পরও করোনার সংক্রমণ বেড়েই চলেছে ৷ এই পরিস্থিতিতে লকডাউন নিয়ে বিভিন্ন মতামত সামনে আসছে ৷ কিছু বিভাগ লকডাউন আরোপের পক্ষে মত দিয়েছে ৷ এই পরিস্থিতিতে, রাজ্য মন্ত্রিসভা লকডাউনের উপকারিতা এবং বিধি-নিষেধগুলি নিয়ে আলোচনা করবে ৷ লকডাউন রাজ্যে ধান কেনার ক্ষেত্রে প্রতিকূল প্রভাব ফেলতে পারে ৷ তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছিল ।

গত দু'সপ্তাহ ধরে রাজ্যে রাত্রিকালীন কার্ফু জারি ছিল ৷ 12 মে থেকে সম্পূর্ণ লকডাউন ঘোষিত হল ৷

আরও পড়ুন: কোভিড নীতি নিয়ে 'সুপ্রিম' পদক্ষেপ

Last Updated : May 11, 2021, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details