মুলুগু(তেলাঙ্গানা), 15 নভেম্বর: গোদাবরী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন 4 যুবক ৷ দীপাবলির সন্ধেয় ঘটনাটি ঘটেছে তেলাঙ্গানারা মুলুগুতে ৷ তলিয়ে যাওয়া 4 যুবকের দেহ পুলিশ উদ্ধার করেছে ৷
তেলাঙ্গানায় গোদাবরীর জলে তলিয়ে মৃত্য়ু 4 যুবকের - 20 জন যুবক নদীতে স্নান করতে নেমেছিলেন
পুলিশ সূত্রে খবর, এক বন্ধুর জন্মদিন উপলক্ষ্য়ে 20 জন যুবক নদীতে স্নান করতে নেমেছিলেন ৷ তাঁদের মধ্য়ে 4 জন আচমকাই গোদাবরীর জলে তলিয়ে যান ৷ 4 জনেরই মৃত্য়ু হয়েছে বলে জানা গিয়েছে ৷ নিহতদের পরিচয় জানা গিয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, এক বন্ধুর জন্মদিন উপলক্ষ্য়ে 20 জন যুবক নদীতে স্নান করতে নেমেছিলেন ৷ তাঁদের মধ্য়ে 4 জন আচমকাই গোদাবরীর জলে তলিয়ে যান ৷ 4 জনেরই মৃত্য়ু হয়েছে বলে জানা গিয়েছে ৷ নিহতদের পরিচয় জানা গিয়েছে ৷ তাঁদের নাম তুম্মা কার্তিক, বয়স 19 বছর ৷ আরেক যুবকের নাম আনভেশ, বয়স 20 বছর এবং অন্য় দুই যুবকের নাম সাঙ্কে শ্রীকান্ত ও রায়াভারাপু প্রকাশ ৷ তাঁদের বয়স 20 ও 19 বছর ৷ ভেঙ্কটপুরম সার্কেল ইন্সপেক্টর শিবাপ্রসাদের নেতৃত্বে নিহত চারজনের দেহ উদ্ধার করা হয়েছে ৷ তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে পুলিশ ৷