পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বহুতল আবাসনের 33 তলা থেকে পড়ে মৃত্যু তথ্য-প্রযুক্তি কর্মীর - Dies

Techie falls off high rise building: বহুতল আবাসনের 33 তলা থেকে আচমকা পড়ে মৃত্যু হল এক তথ্য-প্রযুক্তি কর্মীর ৷

ETV Bharat
বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু হল তথ্য ও প্রযুক্তি কর্মীর

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 7:35 PM IST

বেঙ্গালুরু, 30 ডিসেম্বর:বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু হল এক তথ্য ও প্রযুক্তি কর্মীর ৷ শুক্রবার সকাল 7টা নাগাদ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে ৷ মৃত ওই কর্মীর নাম দীপাংশু শর্মা (27) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর কেআর পূরম থানা এলাকায় এক তথ্য প্রযুক্তি কর্মীর মৃত্যু হয়েছে ৷ দীপাংশু শর্মা নামে ওই কর্মীর বাবা অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিক ৷ দীপাংশু উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ তিনি বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় সফটওয়্যার কর্মী হিসেবে কাজ করছিলেন ৷ তিনি একটি বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকছিলেন ৷ তবে দুর্ঘটনার দিন দীপাংশু তাঁর এক বন্ধুর অ্যাপার্টমেন্টে ছিলেন ৷

পুলিশের অনুমান, দীপাংশু 33 তলা থেকে পড়ে যান ৷ এটি নিছকই দুর্ঘটনা ৷ ভোর 6.45 মিনিট নাগাদ দীপাংশ ওই অ্যাপার্টমেন্টের বারান্দার কাছে গিয়েছিলেন ৷ সেখান থেকে কোনওভাবে নীচে পড়ে যান ৷ খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং তদন্ত শুরু করে ৷ পরে ওই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় ৷ তবে দীপাংশুর বাবা কে আর পূরম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ ৷

এর আগে অক্টোবর মাসে পঞ্জাবের একটি মেলায় নাগরদোলা ভেঙে গিয়ে দুই নাবালকের মৃত্যুর ঘটনা ঘটে ৷ ঘটনাটি ঘটে পঞ্জাবের দুলচিকে গ্রামে ৷ তিন নাবালক ওই নাগরদোলায় চড়েছিল ৷ জানা গিয়েছে, দু'জনের গলায় দড়ি আটকে দুর্ঘটনা ঘটে ৷ ডিসেম্বরের শেষে উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি ইটভাটার দেওয়াল ধসে মৃত্যু হয় 6 শ্রমিকের ৷ মৃত্যু হয়েছে গবাদি পশুরও ৷ সেদিন সকালে শ্রমিকরা কাজে ব্যস্ত ছিলেন ৷ আর ইটভাটার কাছে বেশ কিছু গবাদি পশুও ঘুরে বেড়াচ্ছিল ৷ তখন আচমকাই দেওয়াল ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে ৷

আরও পড়ুন:

  1. দুর্গাপুরে মিষ্টির দোকানে দমবন্ধ হয়ে মৃত 2, আশঙ্কাজনক 6; দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ
  2. জোড়াবাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
  3. চাকরির প্রলোভনে দুবাই গিয়ে নিখোঁজ যুবতী, ওমানের নম্বর থেকে ভয়েস মেসেজ পেয়ে আতঙ্কে পরিবার

ABOUT THE AUTHOR

...view details